ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরামিক খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডার্ড ও মুন্নু

প্রকাশিত: ০৫:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সিরামিক খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডার্ড ও মুন্নু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরে রয়েছে লোকসানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক। এছাড়া এ খাতের মুন্নু সিরামিকের নামমাত্র শেয়ার প্রতি মুনাফার বিপরীতে আকাশচুম্বী শেয়ার দর অবস্থান করছে। অথচ কোন কারণ ছাড়াই কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। যেসব কোম্পানি থেকে বিনিয়োগ ফেরত পাওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে ঝুঁকি নেয়া ঠিক হবে না। আর গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে বিনিয়োগ করা উচিত। দেখা গেছে, সিরামিক খাতের তালিকাভুক্ত ৫টি কোম্পানির মধ্যে ফু-ওয়াং সিরামিক, মুন্নু সিরামিক, শাইনপুকুর সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর সম্প্রতি অস্বাভাবিক হারে বেড়েছে। যার পেছনে কোন কারণ নেই বলে ডিএসইর অনুসন্ধানে উঠে এসেছে। এই ৪টি কোম্পানির মধ্যে আবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্ট্যান্ডার্ড সিরামিকের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি গঠন করেছে। স্ট্যান্ডার্ড সিরামিক ॥ লোকসানি স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর সবচেয়ে বেশি উল্লম্ফন লক্ষ্য করা গেছে। ২০১৬-১৭ অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৬-মার্চ ১৭) শেয়ার প্রতি ১.৫৮ টাকা লোকসান করা কোম্পানিটির শেয়ার দর রয়েছে ১১৭.১০ টাকায়। এমতাবস্থায় কোম্পানিটিতে শেয়ার প্রতি বিনিয়োগকৃত ১১৭.১০ টাকা ফেরত পাওয়া যাবে না। মুন্নু সিরামিক ॥ কোম্পানিটির শেয়ার দর মুনাফার তুলনায় আকাশচুম্বী। ২০১৬-১৭ অর্থবছরের ৯ মাসে ০.১২ টাকা ইপিএসের মুন্নু সিরামিকের শেয়ার দর অবস্থান করছে ১০৭.৮০ টাকায়। যাতে মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ৬৭৪এ। অর্থাৎ কোম্পানিটি থেকে বিনিয়োগ ফেরত পেতে ৬৭৪ বছর সময় লাগবে। ফু-ওয়াং সিরামিক ॥ ২০১৬-১৭ অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৬-মার্চ ১৭) শেয়ার প্রতি ০.৩৮ টাকা মুনাফা করা কেম্পানিটির শেয়ার দর রয়েছে ২২.২০ টাকায়। এমতাবস্থায় কোম্পানিটির পিই অবস্থান করছে ৪৪এ। অর্থাৎ কোম্পানিটি থেকে ২২.২০ টাকার বিনিয়োগ ফেরত পেতে ৪৪ বছর সময় লাগবে। শাইনপুকুর সিরামিক ॥ লোকসানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর অবস্থান করছে ১৫.৯০ টাকায়। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৬-মার্চ১৭) শেয়ার প্রতি লোকসান করেছে ০.১৮ টাকা। এ হিসাবে কোম্পানিটিতে শেয়ার প্রতি বিনিয়োগ করা ১৫.৯০ টাকা ফেরত পাওয়া যাবে না। আরএকে সিরামিক ॥ চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১.৩৮ টাকা। এর আলোকে শেয়ার দর অবস্থান করছে ৫৯.৫০ টাকায়। যাতে পিই অবস্থান করছে ২২এ। এ হিসাবে কোম্পানিটি থেকে বিনিয়োগ ফেরত পেতে ২২ বছর সময় লাগবে।
×