ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুইবেক ওপেনের শেষ আটে সাফারোভা

প্রকাশিত: ০৫:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

কুইবেক ওপেনের শেষ আটে সাফারোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ কুইবেক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন লুসি সাফারোভা। বৃহস্পতিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাফারোভা পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে। চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছেন তারই স্বদেশী লুসি হৃাদেকা, সাচিয়া ভিকারি এবং বেলজিয়ামের এ্যালিসন ভ্যান উৎভানঙ্ক। চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা এদিন কুইবেক সিটির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত খেলেন। দারুণ লড়াইয়ের পর শীর্ষ বাছাই ৬-৪ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন সোফিয়া কেনিনকে। শেষ আটে সাফারোভার প্রতিপক্ষ এখন তারই স্বদেশী লুসি হৃাদেকা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যিনি ২-৬, ৬-২ এবং ৭-৫ গেমে পরাজিত করেছেন কানাডার বিয়ানকা আন্দ্রেস্কুকে। টুর্নামেন্টের সপ্তম বাছাই এ্যালিসন ভ্যান উৎভাঙ্ক ও কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন। গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম লুসি সাফারোভা। কিন্তু নিজেকে এখন পর্যন্ত সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ই নিজেদের সেরা পারফর্মেন্স উপহার দিয়ে টেনিস বিশ্বের প্রাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন। তাদের মধ্যে পুয়ের্তো রিকোর মনিকা পুইগ, স্পেনের গারবিন মুগুরুজা, লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেøায়ান স্টিফেন্স অন্যতম। মনিকা পুইগ গত মৌসুমে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকের স্বর্ণপদক জেতেন। সেইসঙ্গে পুয়ের্তো রিকোকে প্রথমবারের মতো কোন অলিম্পিকের স্বর্ণ উপহার দেন তিনি। জেলেনা ওস্টাপেঙ্কো জেতেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। আর দুর্দান্ত ফর্মে থাকা গারবিন মুগুরুজা গত দুই মৌসুমে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন। সর্বশেষ ইউএস ওপেনের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও দখল করেছেন তিনি। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বারের আসনটি নিজের করে নেন তিনি। এদিকে ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন সেøায়ান স্টিফেন্সও। দীর্ঘ ১১ মাস ইনজুরি থেকে ফিরেই ইউএস ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ছোট্ট’ সেরেনা হিসেবে খ্যাত এই তারকা। কিন্তু এই সময়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লুসি সাফারোভা। তবে হাল ছাড়ছেন না চেক তারকা। চলতি মৌসুমে বড় কোন শিরোপা জিততে না পারলেও লুসি সাফারোভার চোখ নতুন বছরে নতুন করে ফেরা।
×