ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে নিয়েই কাড়াকাড়ি!

প্রকাশিত: ০৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মুস্তাফিজকে নিয়েই কাড়াকাড়ি!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের ‘প্লেয়ার্স ড্রাফট’ আজ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় কেনার কার্যক্রম। রাজধানী ঢাকার হোটেল র‌্যাডিসনের গ্র্যান্ড বলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুরুতেই ‘প্লেয়ার্স ড্রফটে’ থাকছে মুস্তাফিজুর রহমানের নাম। আর এই ‘কাটার মাস্টার’কে নিয়ে স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে হবে কাড়াকাড়ি! তবে যে দলই মুস্তাফিজকে নিতে পারবে তাদের গুনতে হবে প্রায় ৫০ লাখ টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা একমাত্র দেশী ক্রিকেটার যে মুস্তাফিজই। তার মূল্য যে এমন চড়া। আইকন ক্রিকেটার ছিলেন তিনি। বরিশাল বুলসের আইকন ছিলেন। কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে বরিশাল বুলস বিপিএল গবর্নিং কাউন্সিলের শর্ত না মানতে পারায় দলটিকে বাদ দেয়া হয়েছে। সেই সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজও আর নেই। তাই বলে মুস্তাফিজের যে মূল্যায়ন তা ঠিকই করছে গবনিং কাউন্সিল। তার মূল্য চড়াই থাকছে। যে দল মুস্তাফিজকে নেবে তাদের ৬০ হাজার মার্কিন ডলার গুনতে হবে। এই ‘প্লেয়ার্স ড্রাফট’ আয়োজনটি জিটিভি, মাছরাঙ্গা টিভি এবং র‌্যাবিটহোল এ্যাপ সরাসরি সম্প্রচার করবে। বিপিএলের এবারের আসর শুরু হবে ২ নবেম্বর। এবারের আসরে সর্বমোট ৭টি দল অংশ নিচ্ছে। আটটি দল অংশ নেয়ার কথা থাকলেও বরিশাল বাদ পড়ায় ৭টি দল নিয়েই এবার অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসর। ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স অংশ নেবে। ইতিমধ্যে দলগুলো তাদের আইকন প্লেয়ারের নাম প্রকাশ করেছে গবর্নিং কাউন্সিল। ঢাকা ডায়নামাইটসের আইকন প্লেয়ার সাকিব আল হাসান, রাজশাহী কিংসের মুশফিকুর রহীম, খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ রিয়াদ, চিটাগং ভাইকিংসের সৌম্য সরকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের মাশরাফি বিন মর্তুজা এবং সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকছেন সাব্বির রহমান রুম্মন। ‘প্লেয়ার্স ড্রাফটে’ প্রতিটি দল দেশীয় সর্বনিম্ন ৭ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ জনকে দলে ভেড়াতে পারবে। আর ২ জন বিদেশী খেলোয়াড়কেও চুক্তি সই করাতে হবে। এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন একটি নিয়ম। প্রতিটি দল একটি খেলায় সর্বোচ্চ ৫ জন বিদেশী খেলোয়াড় খেলাতে পারবে। প্রতিটি দলকে একেকটি খেলায় সর্বনিম্ন ৩ জন বিদেশী খেলোয়াড়কে খেলাতেই হবে। ‘প্লেয়ার্স ড্রাফটে’র আগেই অবশ্য দেশী ও বিদেশী ক্রিকেটার দলে ভিড়িয়েছে সবদলই। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস যেমন দেশী তারকা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতকে এবং বিদেশী তারকা ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও পাকিস্তানের শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে। শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ও এভিন লুইসকেও ঢাকা আগেই কিনেছে। খুলনা টাইটান্সে দেশী ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম এবং বিদেশী ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের সাদাব খান, সরফরাজ আহমেদ, জুনায়েদ খান আছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেশী ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফুদ্দিন এবং বিদেশী ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের শোয়েব মালিক, ফখর জামান, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, শ্রীলঙ্কার এ্যাঞ্জেলো ম্যাথুস, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও রশিদ খান রয়েছেন। রাজশাহী কিংসে দেশী ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজার সঙ্গে বিদেশী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস, জিম্বাবুইয়ের ম্যালকম ওয়ালার, পাকিস্তানের মোহাম্মদ সামি রয়েছেন। রংপুর রাইডার্সে দেশী ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজীর সঙ্গে বিদেশী ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ইংল্যান্ডের রবি বোপারা, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বাদরি রয়েছেন। শোনা যাচ্ছে রংপুরে নাকি খেলবেন ক্রিস গেইলও। তবে খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না। সিলেট সিক্সার্সে দেশী ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম আছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিসমার সানতোকি, ইংল্যান্ডের লিয়াম প্লানকেট রয়েছেন। চিটাগং ভাইকিংসে দেশী ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ এবং বিদেশী ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের লিয়াম ডওসন, জিম্বাবুইয়ের সিকান্দার রাজা, শ্রীলঙ্কার জীবন মেন্ডিস, নিউজিল্যান্ডের লুক রনকি রয়েছেন। দেশী ক্রিকেটারদের তালিকায় সবার ওপরে রয়েছেন মুস্তাফিজ। এ প্লাস ক্যাটাগরিতে তার মূল্য ৬০ হাজার মার্কিন ডলার। বিদেশী ক্রিকেটারদের মধ্যে এ ক্যাটাগরিতে ৭০ হাজার মার্কিন ডলার মূল্যে পাকিস্তানের মিসবাহ উল হক, আজহার আলী, কামরান আকমল, শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, ইংল্যান্ডের গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনান রয়েছেন। ২০৮ বিদেশী ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফটে তোলা হবে। ইংল্যান্ডের ৬২, পাকিস্তানের ৪৬, শ্রীলঙ্কার ২৬ খেলোয়াড় রয়েছেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররাও রয়েছেন। বিদেশী ক্রিকেটারদের জন্য ছয় ক্যাটাগরি (এ থেকে এফ পর্যন্ত) রাখা হয়েছে। দেশী ক্রিকেটারদের জন্য একটি ক্যাটাগরি বাড়বে।
×