ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নতুন চুক্তির অধীনে খেলছে মেসি’

প্রকাশিত: ০৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

‘নতুন চুক্তির অধীনে খেলছে মেসি’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির সঙ্গে বার্সিলোনার নতুন চুক্তি নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন আছে। শোনা যায়, ন্যুক্যাম্পে আর ভাল লাগছে না আর্জেন্টাইন তারকার। নেইমারের মতো তিনিও নাকি ছাড়তে চান কাতালান শিবির। তবে বার্সা যে কোন মূল্যে মেসিকে ধরে রাখতে চায়। আর এ পথে অনেকটাই নাকি এগিয়ে গেছে তারা। এবার শোনা গেল ভিন্ন কথা। ইতোমধ্যে নাকি মেসি-বার্সার নতুন চুক্তি হয়ে গেছে। কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ঠিক তবে বার্সিলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউ জানিয়েছেন, বাস্তবিক অর্থেই চুক্তিতে স্বাক্ষর করেছেন মেসি। সিডিউল সমস্যার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে বিলম্ব হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে এমন কথা শোনা যায়। শুক্রবার আরও একবার বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট। এবার তিনি চুক্তির বিষয়ে বিস্তারিত বলেছেন। স্প্যানিশ এক সংবাদ মাধ্যমকে বার্টোমেউ আগেরবার বলেছিলেন, আমরা ইতোমধ্যেই ঐকমত্যে পৌঁছেছি এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোট তিনটি চুক্তি। একটি মেসি ফাউন্ডেশনের সঙ্গে, যেটিতে ফাউন্ডেশনের সভাপতি এবং খেলোয়াড়ের ভাই স্বাক্ষর করেছে। বাকি দুটি চুক্তি নিয়ে বার্সিলোনা বস বলেন, আরেকটি হলো মেসির সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি। তার কোম্পানির শীর্ষ কর্তা হিসেবে মেসির বাবা এতে স্বাক্ষর করেন। আর অপরটি হলো পারিশ্রমিক চুক্তি, ক্ষমতাবলে যেটিতে তার (মেসি) বাবা স্বাক্ষর করেছেন। বার্সা সভাপতির এমন বক্তব্যের পরও মেসির ন্যুক্যাম্প ছাড়ার বিষয়টি বন্ধ হয়নি। বরং ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিয়ে গুঞ্জন চলতেই থাকে। এরই প্রেক্ষিতে আবারও মুখ খুললেন বার্সা সভাপতি। জানালেন মেসি বার্সাতেই থাকছেন। নতুন চুক্তির অধীনেই খেলছে সে। নতুন চুক্তিতে ২০২২ পর্যন্ত বার্সাতে থাকার কথা থাকলেও মেসি এখনও সেই চুক্তিতে স্বাক্ষর করেননি। তার ওপর বিগত কয়েক সপ্তাহ ধরে জোর গুঞ্জন কাতালানদের ছেড়ে যেতে এখনও বদ্ধপরিকর আর্জেন্টাইন অধিনায়ক। খেলতে পারেন সাবেক গুরু পেপ গার্ডিওলার অধীনে ম্যানসিটিতেও। চুক্তিতে স্বাক্ষর করে ক্লাবকর্তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলার যে রীতি এখন পর্যন্ত নতুন চুক্তিতে না আসায় সেই ছবি তোলেননি মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যগুলোর দাবি মেসির বাবার স্বাক্ষরকেই মেসির স্বাক্ষর বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বার্সা। এসব বিষয় নিয়েই মুখ খুলেছেন ক্লাব সভাপতি বার্টোমেউ। জানিয়েছেন, মেসি ইতিমধ্যেই নতুন চুক্তির অধীনে খেলা শুরু করেছে। শীঘ্রই সংবাদ মাধ্যমের সামনে আসবেন নতুন চুক্তিতে স্বাক্ষর করে হাসিমুখে ছবি তোলার সময়টিও। এ প্রসঙ্গে বার্সা প্রেসিডেন্ট বলেন, চলতি বছরের শেষেই আমরা মেসিকে নিয়ে সবার সামনে ছবি তুলতে আসব। মেসির বাবা ইতিমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার হাতেই কিন্তু মেসির সমস্ত ইমেজ স্বত্ব। আর মেসি নতুন চুক্তির অধীনেই খেলা শুরু করেছে। ২০২১ সাল পর্যন্ত করা হয়েছে এই চুক্তি। নতুন মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। সবধরনের প্রতিযোগিতায় এরই মধ্যে ৮টি গোল করে ফেলেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। লা লিগায় এম্পানিওলের জালে হ্যাটট্রিক করার পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের বিরুদ্ধে করেন জোড়া গোল। মেসির পাশাপাশি আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়েও কথা বলেছেন বার্টোমেউ। চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডারের। কিন্তু নতুন চুক্তির ব্যাপারে একদমই মুখ খুলছেন না ইনিয়েস্তা। বার্সাতে থাকার ব্যাপারে কোন ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না তার থেকে। বার্সা প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, ইনিয়েস্তার সঙ্গে চুক্তিতে আসা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে মানুষটা ইনিয়েস্তা। সে তার মন মতো খেলা এবং সিদ্ধান্তটা নেয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তারপরও আমরা তার সমস্ত ইচ্ছার প্রতি সম্মান জানাই।
×