ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফি খেলবেন এবার

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মাশরাফি খেলবেন এবার

জাতীয় ক্রিকেট লীগ শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু হচ্ছে আজ। এবারের লীগটি ১৯তম আসর। আজ প্রথম স্তরে খুলনায় খুলনা ও রংপুর এবং কক্সবাজারে ঢাকা ও বরিশাল মুখোমুখি হবে। আর দ্বিতীয় স্তরে চট্টগ্রামে ঢাকা মেট্রো ও রাজশাহী এবং রাজশাহীতে রাজশাহী ও সিলেট লড়াই করবে। সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচগুলো শুরু হবে। এবারের লীগে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খুলনার হয়ে খেলতে বৃহস্পতিবার খুলনায় গেছেন মাশরাফি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ইনজুরিতে পড়েছেন এরপর থেকে আর টেস্ট খেলেননি মাশরাফি। আপাতত খেলার চিন্তাও নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে কোন ম্যাচ খেলছেন না। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে। সেই সিরিজে খেলার আগে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতেই এনসিএলে খেলবেন মাশরাফি। তাতে করে নিজের বোলিংটা আরও ঝালিয়ে নিতে পারবেন। সর্বশেষ ২০১৪ সালে দীর্ঘপরিসরের ম্যাচ খেলেছেন মাশরাফি। সেবার ২টি ম্যাচ খেলেছিলেন। এরআগে ২০১২ সালে একটি ও ২০১০ সালে একটি দীর্ঘপরিসরের ম্যাচ খেলেছেন। তবে টেস্ট খেলেননি। এবারও নিজেকে ফিট রাখতে, দক্ষিন আফ্রিকায় যাওয়ার আগে ম্যাচ খেলে নিজেকে একটু ঝালিয়ে নিতেই তিনবছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরছেন। আগের নিয়মেই এবারও হবে এনসিএল। দুই স্তরে বিভক্ত হয়ে এবারও ৪টি করে মোট ৮ দল অংশ নেবে এবারের ১৯তম আসরে। প্রথম স্তরে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা, ঢাকা, বরিশাল ও রংপুর রয়েছে। আর দ্বিতীয় স্তরে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও সিলেট রয়েছে। টানা সপ্তমবারের মতো এই আসরের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। সে কারণে এবারও এর নাম হবে ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ। ৫ ভেন্যুতে খেলা হলেও ঢাকায় কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে জানানো হয়েছে। ম্যাচ ফিসহ বেশকিছু সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে এবার। গত মৌসুমে লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল খুলনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, বিকেএসপি ও ফতুল্লায়। তবে এবার সেটা কমিয়ে আনা হয়েছে ৫ ভেন্যুতে। এবার আয়োজন করবে কক্সবাজার স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আগেই বলেছেন, ‘এবার ঢাকার কোন ভেন্যুতে খেলা হচ্ছে না। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে দুই স্তরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত ১/২ বছর ধরেই আমরা চিন্তা করেছি আন্তর্জাতিক ম্যাচ যেমন উইকেটে খেলা হয় তেমনটাই জাতীয় লীগে দেয়ার জন্য। কিন্তু ভাল উইকেট পেতে হলে উইকেটেরও বিরতি প্রয়োজন আছে। তাই আমরা ঢাকাকে বাদ রেখেছি। এবার যেখানেই খেলা হোক স্পোর্টিং উইকেট করতে বলেছি। আমরা কিউরেটরদের সঙ্গে আলোচনাও করেছি। কারণ এতে করে ব্যাটিং কিংবা বোলিং উভয় ক্ষেত্রে সমান সুবিধা পাবে।’ এবার ম্যাচ ফি ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার, যাতায়াত ভাতা ২০০০ থেকে বাড়িয়ে ২৫০০ এবং দৈনিক ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। প্রতিবারের মতো প্রথম স্তরে যে দল পয়েন্ট তালিকায় সবার নিচে থাকবে তারা আগামী মৌসুমের জন্য দ্বিতীয় স্তরে নেমে যাবে। আর যে দল দ্বিতীয় স্তরে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে, তারা প্রথম স্তরে উন্নীত হবে।
×