ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বলিউডে ইলিয়ানার ৫ বছর এবং ‘বাদশাহো’

প্রকাশিত: ০৭:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বলিউডে ইলিয়ানার ৫ বছর এবং ‘বাদশাহো’

২৯ বছর বয়সী ইলিয়ানা ডিক্রুজ তেলেগু সিনেমায় একটানা বেশ অনেক বছর দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। অনেক হিট সুপারহিট সিনেমার নায়িকা হিসেবে চাহিদা তুঙ্গে থাকলেও বলিউডে ক্যারিয়ার গড়ার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়েছেন। বলিউডে রোমান্টিক, কমেডি ক্যারিয়ার গড়ার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়েছেন। বলিউডে রোমান্টিক, কমেডি, এ্যাকশন, ক্রাইম থ্রিলারÑ সব ধরনের সিনেমাতেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন ইলিয়ানা। এ ছবিগুলোতে বিপরীতে নায়ক হিসেবে পেয়েছেন এই সময়ের জনপ্রিয় প্রতিষ্ঠিত সব অভিনেতাকে। ‘ফাটা পোস্টার নিকালা হিরো,’ ‘ম্যায় তেরা হিরো’, ‘হ্যাপি এনডিং’, ‘রুস্তম’, ‘মুবারাকান, ছবিগুলোতে শহিদ কাপুর, বরুণ ধাওয়ান,’ ‘সাইফ আলি খান’, অক্ষয় কুমার, অর্জুন কাপুরদের বিপরীতে ঠিকই মানিয়ে নিয়েছেন তিনি। অপেক্ষাকৃত সিনিয়র তারকা অভিনেতাদের সঙ্গে অভিনয়ে তার কোন সমস্যা হয়নি। ওদিকে নতুন প্রজন্মের নায়কদের সঙ্গে তার পর্দা রসায়ন সবাইকে চমকিত করেছে। গোয়ার ক্যাথলিক পরিবারের মেয়ে ইলিয়ানা অল্প বয়সেই মডেল হিসেবে গ্ল্যামার জগতে বিচরণ শুরু করেছিলেন। র‌্যাম্পে মডেল হয়েছেন পাশাপাশি নামী-দামী পণ্যের এ্যাডেও মডেল হয়েছেন। এভাবেই শোবিজের লোকজনদের সঙ্গে ওঠাবসা করতে করতে সিনেমায় এসে পড়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে নিজেকে বিকশিত করে তোলার ক্ষেত্রে দক্ষিণী সিনেমায় অভিনয়ের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেন ইলিয়ানা। সাম্প্রতিক ছবি ‘বাদশাহো’ ক্রাইম থ্রিলার ধাঁচের। এ ছবিটি পরিচালনা করেছেন ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’খ্যাত নির্মাতা মিলন লুথারিয়া। এখানে অজয় দেবগনের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন। এ ছবিতে জয়পুরের এক রাজকুমারী গীতাঞ্জলির চরিত্রে রূপদান করেছেন তিনি। এ চরিত্রের জন্য শুরুতে কারিনা কাপুর খান এবং পরে ক্যাটরিনা কাইফের কথা ভেবেছিলেন পরিচালক। মা হওয়ার কারণে কারিনা এবং ডেট সমস্যার কারণে ক্যাটরিনা ‘বাদশাহো’ ছবির প্রধান নায়িকা সাজতে অপারগতা জানালে ইলিয়ানা ডি ক্রুজকে কাস্ট করা হয়। এ ছবিতে অজয়ের প্রেমিকা ‘গীতাঞ্জলি’ চরিত্রে অপূর্ব অভিনয় করেছেন তিনি। ওদিকে নতুন ছবি ‘রেইড’-এ আবার অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইলিয়ানা। ইলিয়ানা ডি ক্রুজ বলিউডে আছেন গত ৫ বছর ধরে। যদিও দক্ষিণী তামিল তেলেগু সিনেমায় কাজ করছেন ১১ বছর আগে থেকেই। বলিউডে ৫ বছরের ক্যারিয়ারে তার ৬টি হিন্দী সিনেমা মুক্তি পেয়েছে। একজন সম্ভাবনাময় সুন্দরী অভিনেত্রী হিসেবে তার পরিচিত রয়েছে। আগামী ঈদে আসছে ইলিয়ানা অভিনীত নতুন হিন্দী সিনেমা ‘বাদশাহো’। নতুন প্রজন্মের সম্ভাবনাময় সুন্দরী এই অভিনেত্রীকে নিয়ে আবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইলিয়ানা ভাল অভিনয় করেন, দেখতেও অপরূপা সুন্দরী, তার ফিগার চমৎকার। যে কোন ধরনের রোলে সব নায়কের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার যোগ্যতা রয়েছে তার। বলিউডে নতুন প্রজন্মের সমসাময়িক অন্য নায়িকাদের টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার যাবতীয় গুণাবলী তার মধ্যে রয়েছে। কিন্তু তার পরেও গত ৫ বছরে বলিউডে প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেননি তিনি। তাকে নিয়ে আশাবাদী অনেক নির্মাতা, দর্শক, সমালোচক। অল্প কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইলিয়ানা ডি ক্রুজ অভিনীতি ‘মুবারাকান’ ছবিটি। কমেডি রোমান্টিক ধাঁচের ছবিতে তাকে দুই নায়িকার একজন হিসেবে অর্জুন কাপুরের বিপরীতে দেখা গেছে। হাল্কা মেজাজের সিনেমা হলেও ‘মুবারাকান’ এ তার চমৎকার অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকে ইলিয়ানা উল্লেখযোগ্য নামী-দামী গুণী প্রতিষ্ঠিত নির্মাতা পরিচালক এবং নায়কদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আসছেন। বলিউডে তার প্রথম সিনেমা ‘বরফি’। যার পরিচালক অনুরাগ বসু। এ ছবিতে ইলিয়ানা অভিনয় করেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো প্রতিষ্ঠিত জনপ্রিয় তারকা শিল্পীদের সঙ্গে। শুরুতেই বাজিমাত করেছিলেন ইলিয়ানা। তার চমৎকার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই। ফলে বছরের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন তিনি। যদিও দক্ষিণী সিনেমার অঙ্গন বেশ অনেক বছর সফলভাবে, কাটানোর পর বলিউডে পা রেখেছিলেন অপরূপ সুন্দরী গ্ল্যামারাস মেধাবী এই অভিনেত্রী। দক্ষিণী সিনেমায় ও শুরু থেকেই একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে চিহ্নিত হয়েছিলেন ইলিয়ানা। ২০০৬ সালেই তেলেগু সিনেমা ‘দেবাদাসু’তে অভিনয়ের জন্য সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে প্রেস্টিজিয়াস ‘ফিল্মফেয়ার’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
×