ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ শ’তেই থামছেন না এ্যান্ডারসন

প্রকাশিত: ০৫:১০, ১০ সেপ্টেম্বর ২০১৭

পাঁচ শ’তেই থামছেন না এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ফের ইনজুরিতে পড়েন জেমস এ্যান্ডারসন। ভারত সফরের শুরু থেকে তাই মাঠে নামতে পারেননি। বয়স চৌত্রিশ পেরিয়ে (এখন ৩৫+)। অনেকে তার ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সব ভুল প্রমাণ করে সেই এ্যান্ডারসন এখন প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেটের মালিক। লর্ডসে উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অনন্য এই মাইলফলকে নাম লেখান তুখোড় ডানহাতি ফাস্ট বোলার। মর্যাদার এলিট ক্লাবের রোমাঞ্চ থাকলেও এখনই থামছেন না। চল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ আরও চার বছর এভাবেই দেশের হয়ে অবদান রাখতে চান এ্যান্ডারসন, ‘ইংল্যান্ডের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট অবশ্যই মর্যাদার। কাকতালীয়ভাবে এই লর্ডসেই প্রথম টেস্ট উইকেটটি পেয়েছিলাম। সত্যি এটা দারুণ এক ভাললাগা। তবে এখানেই থামতে চাই না। নিজেকে ফিট রেখে আরও তিন-চার বছর খেলতে চাই।’ বলেন এ্যান্ডারসন। ১৪ বছর আগে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন জিম্বাবুইয়ের মার্ক ভামেলেনকে আউট করে। প্রায় দেড় দশক পর ৫০০তম উইকেটও সেই লর্ডসে। ২০০১ সালে প্রথম যে ক্লাবে ঢুকেছিলেন ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশ। এরপর ২০০৪ সালে প্রায় পরপর ঢুকেছেন দুই লিজেন্ডারি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরলিধরন। ২০০৫ সালে গ্লেন ম্যাকগ্রার পর ২০০৬ সালে সেখানে নাম লিখিয়েছিলেন ভারতীয় লেগস্পিনার অনীল কুম্বলে। তারও প্রায় ১১ বছর পর নতুন একজন সদস্য পেল ‘ফাইভ হান্ড্রেড ক্লাব’। ক্যারিয়ারের ১২৯তম টেস্টে এ্যান্ডারসের এ অর্জন, তার সমান টেস্টে ৫০০ ক্লাবে ঢুকেছিলেন শুধু ওয়ালশই (১২৯)। সবচেয়ে কম টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন গ্রেট মুরলিধরন (৮৭ টেস্ট)। তবে এ্যান্ডারসন একটা দিক দিয়ে তৃপ্তি পেতে পারেন, দেরিতে সৌরভ ছড়ালেও যেখানে বাকিদের অনেকটাই ছাড়িয়ে গেছেন তিনি। শততম টেস্ট খেলার পর এই ক্লাবের বাকি পাঁচজনের চেয়ে তার গড় সবচেয়ে কম, ২০.৮২। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে এ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট আছে শুধু ওয়ালশ (৫১৯) ও ম্যাকগ্রারই (৫৩০)। তবে ঘরের মাটিতে তার চেয়ে বেশি উইকেট নেই আর কোন পেসারের। জন্মভূমি ইংল্যান্ডে ৭৫ টেস্টে নিয়েছেন ৩২৬ উইকেট, বাইরে ৫৩ ম্যাচে ১৭১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট শুরুর সময় এ্যান্ডারসনের উইকেট ছিল ৪৯৭টি। প্রথম ইনিংসে প্রথম দুটি উইকেট নেয়ার পর দেখলেন সতীর্থদের ধ্বংসযজ্ঞ। অপেক্ষা তাই দ্বিতীয় ইনিংসের। এবারও প্রথম উইকেটটি নিয়ে পৌঁছে গেলেন পাঁচ শ’র ঠিকানায়। লর্ডসে শুক্রবার মাইলফলকে পৌঁছানোর উইকেটটিও ছিল দেখার মতো। সুইং বোলিংয়ের শিল্পী দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে। লর্ডসের গ্যালারি তখন অভিনন্দনের জন্য দাঁড়িয়ে। ক্রিকেটের মক্কায় এ অর্জনের মুহূর্তটি যেন আরও স্মরণীয়। ৪০০ উইকেট নেয়া প্রথম ইংলিশ বোলার ছিলেন এ্যান্ডারসন। বলার অপেক্ষা রাখে না ৫০০ উইকেটেও তিনি ইংল্যান্ডের প্রথম তিনি। তাকে নিয়ে ইতিহাসে ছোট্ট কিন্তু দারুণ অভিজাত এই ক্লাবের সদস্য মাত্র ছয় জন।
×