ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৬ হাজার কোটিতে স্বত্ব স্টার ইন্ডিয়ার

প্রকাশিত: ০৫:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

১৬ হাজার কোটিতে স্বত্ব স্টার ইন্ডিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ১৬ হাজার কোটি রুপীরও বেশি খরচ করে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। ডলারের হিসেবে যেটি ২.৫৫ বিলিয়ন। মোট ২৪টি কোম্পানি আগ্রহ দেখায়। তার মধ্যে ১৪টি কোম্পানি নিলামে অংশ নেয়। ১৩টি কোম্পানিকে পেছনে ফেলে ১৬ হাজার ৩৭৫.৫০ কোটি রুপীতে পরবর্তী পাঁচ আসরের স্বত্ব কিনে নেয় স্টার ইন্ডিয়া। আগামী ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের যাবতীয় মিডিয়া স্বত্ব এখন তাদেরই। যার মধ্যে রয়েছে টেলিভিশন, ডিজিটাল ইন ইন্ডিয়া (মোবাইল ও ইন্টারনেট), যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দেশেও আইপিএল প্রচারের অধিকার। ২০০৮ সালে আইপিএলের মিডিয়া স্বত্ব কিনেছিল সনি। তারা বিসিসিআইকে মিডিয়া স্বত্বের জন্য দিয়েছিল ৮ হাজার ২০০ কোটি রুপী। ১০ বছরের মাথায় আইপিএলের মিডিয়া স্বত্ব বেড়ে হয়েছে দ্বিগুণ। স্টার ইন্ডিয়ার কাছ থেকে প্রতি মৌসুমের জন্য বিসিসিআই পাবে ৩ হাজার ২৭০ কোটি রুপী করে। তাতে আইপিএলের ম্যাচ প্রতি বিসিসিআই পাচ্ছে ৫৫ কোটি রুপী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ম্যাচকেও ছাড়িয়ে গেল আইপিএল। ভারতে কোন আন্তর্জাতিক ম্যাচ হলে সেটার জন্য বিসিসিআই পায় ৪৩ কোটি রুপী। ওদিকে অনলাইন সম্প্রচারে আগ্রহ দেখিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। আগামী আসরের ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য বিট করেছিল ফেসবুক। নিলামে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানটিকে কঠোর চ্যালেঞ্জ জানিয়েছিল জিও, এয়ারটেল। শেষ পর্যন্ত যৌথভাবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ডিজিটাল স্বত্ব পায় এয়ারটেল, টাইমস নেটওয়ার্ক ও ফেসবুক। জিও, এটারটেল, ফেসবুক ছাড়াও এই সম্প্রচার স্বত্বের দৌড়ে ছিল ইয়াহু, সনি পিকচার্স, এ্যামাজন, ডিসকভারি, ব্রিটিশ টেলিকম, ইএসপিএন ডিজিটাল মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো। শেষ পর্যন্ত স্টার ইন্ডিয়ার ভাগ্যে জুটল স্বত্ব। ভারতের মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হবে জনপ্রিয় আইপিএলের ১১তম আসর।
×