ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবশেষে ‘ডুব’ ছবির মুক্তি ২৭ অক্টোবর

প্রকাশিত: ০৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৭

অবশেষে ‘ডুব’ ছবির মুক্তি ২৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোস্তফা সরয়ার ফারুকির নতুন চলচ্চিত্র ‘ডুব’ মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। এ খবরটি জনকণ্ঠকে নিশ্চিত করলেন ‘ডুব’ ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’ ছবিটি। যার ইংরেজী টাইটেল ‘নো বেড অব রোজেস’। ইরফান খানের সঙ্গেও আমার কথা হয়েছে। মুক্তির আগে বাংলাদেশে একটি প্রিমিয়ার শো হবে। আর এই প্রিমিয়ার অনুষ্ঠানে ইরফান খানও উপস্থিত থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২৭ অক্টোবর ‘ডুব’ ছবিটি শুধু বাংলাদেশে না ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সারা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। গত সোমবার বেশ রহস্য করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি তার নতুন ছবি ‘ডুব’ মুক্তির তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি সেখানে লিখেন, তাহলে কালকেই জানা হয়ে যাক ডুব ছবির রিলিজ ডেট? নাকি?’ ‘ডুব’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা এবং ভারতের ইরফান খান ও পার্নো মিত্র। গত ৮ আগস্ট ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ ছবিটি তৈরি হয়েছে কি হয়নি তা নিয়ে কম বিতর্ক হয়নি। বাংলাদেশের সেন্সর বোর্ডেও অনেক দিন আটকে ছিল ছবিটি। অবশেষে ছবিটি সেন্সর ছাড়পত্রের পাশাপাশি মুক্তির তারিখও চূড়ান্ত হলো। এরই মধ্যে ছবিটির দুই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডুব’ এর প্রথম পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে দেখা গেছে শিল্পীর তুলিতে আঁকা ছবির প্রধান অভিনেতা বলিউডের জনপ্রিয় মুখ ইরফান খানকে। ‘ডুব’ ছবিটি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। আর বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া।
×