ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাঁচামরার লড়াই মেসির আর্জেন্টিনার

প্রকাশিত: ০৪:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৭

বাঁচামরার লড়াই মেসির আর্জেন্টিনার

জাহিদুল আলম জয় ॥ আগামী রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় কাটছেই না। বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফর্মেন্সের কারণেই দুশ্চিন্তার কালো মেঘ। তবে এই মেঘ সরিয়ে এখনও বিশ্বকাপের চূড়ান্ত মহারণে খেলার সুযোগ আছে লিওনেল মেসি, পাওলো দিবালাদের। এজন্য বাছাইপর্বের বাকি তিনটি ম্যাচে ভাল করার বিকল্প নেই। কিন্তু শঙ্কাটা আরও ঘনীভূত হয়েছে ১৫তম রাউন্ডের ম্যাচ ড্র করায়। উরুগুয়ের মাঠে গোলশূন্য ড্র করে এসেছে জর্জ সাম্পাওলির দল। এতে করে পয়েন্ট তালিকায় অবস্থানের কোন হেরফের হয়নি আকাশী-সাদা জার্সিধারীদের। বরং শঙ্কাটা আরও বেড়েছে। বাকি তিন ম্যাচেই যা করার করতে হবে আর্জেন্টিনাকে। না হলে ১৯৭০ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বাদ পড়তে হবে বিশ্বকাপের মূলপর্ব থেকে। দক্ষিণ আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি জায়গা করে নেবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম হওয়া দলটিকে বিশ্বকাপ মূলপর্বের টিকেট পেতে প্লে-অফ পরীক্ষা দিতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের বিরুদ্ধে। বর্তমানে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্ব। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও তৃতীয় উরুগুয়ের সংগ্রহ ২৪ পয়েন্ট। আর্জেন্টিনা ও চিলির সংগ্রহ সমান ২৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলে চতুর্থ কোপা আমেরিকার সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার অবস্থান পাঁচে বলেই শঙ্কাটা বেশি। মেসিদের চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে ষষ্ঠ, সপ্তম ও অস্টম স্থানে থাকা দলগুলোও। ২১ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে পেরু, প্যারাগুয়ে। ২০ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আটে। এই তিনটি দলেরও সমান সুযোগ আছে মূলপর্বে জায়গা করে নেয়ার। তাইতো বাকি তিন ম্যাচে কাজটা মোটেও সহজ নয় মেসি, দিবালাদের জন্য। এই ম্যাচগুলোর মধ্যে ১৬তম রাউন্ডে ভেনিজুয়েলার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে। ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া ভেনিজুয়েলার বিরুদ্ধে সহজেই জয় পাওয়ার কথা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেটি করতে পারলে অবস্থানটা কিছুটা মজবুত হবে। এরপর শেষ দুই রাউন্ডে পেরু ও ইকুয়েডরের বিরুদ্ধে লড়বে আর্জেন্টিনা। ষষ্ঠদশ রাউন্ডে বাদবাকি ম্যাচগুলোতে মুখোমুখি হচ্ছে বলিভিয়া-চিলি (আজ রাত দুইটা), কলম্বিয়া-ব্রাজিল (আজ রাত দুইটা ত্রিশ মিনিট), ইকুয়েডর-পেরু (আজ রাত তিনটা) ও প্যারাগুয়ে-উরুগুয়ে (বুধবার সকাল ৬টা)। আগের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালাদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। উরুগুয়ের প্রথম একাদশে ছিলেন লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও দিয়াগো গডিনের মতো তারকারা। কিন্তু ম্যাচে কোন দলই গোলের তেমন ভাল কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। হাঁটুর চোট কাটিয়ে মাঠে নামা সুয়ারেজও সেভাবে জ্বলে উঠতে পারেননি। প্রথমার্ধে অফ সাইডের কারণে উরুগুয়ে ডিফেন্ডার গডিনের গোল বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধে উরুগুয়েই বেশি ভাল খেলেছে। বিরতির পর মেসির ফ্রিকিক দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরা। এছাড়া ৩০ গজ দূর থেকে লুকাস বিগলিয়ার নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। বাছাইপর্বে এ নিয়ে টানা চার ম্যাচ জয়বঞ্চিত উরুগুয়ে। আর্জেন্টিনা জয়বঞ্চিত টানা দুই ম্যাচ। সর্বশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জিতেছে আর্জেন্টিনা। তবে রাশিয়ার বিশ্বকাপের গ্রুপপর্বে খেলার সম্ভাবনা আর্জেন্টিনার যে একেবারেই নেই তা নয়। প্যারাগুয়ের কাছে ০-৩ ব্যবধানে চিলির হার ও ভেনিজুয়েলা-কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেশি ভাল সুযোগ আছে আর্জেন্টিনার। দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল কলম্বিয়ার বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে মাঠে নামছে। সর্বশেষ ম্যাচে দুই মিডফিল্ডার পাউলিনহো ও ফিলিপ কুটিনহোর গোলে পাঁচবারের বিশ্বচ্যম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে ইকুয়েডরকে।
×