ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্টাম্পিংয়ে ধোনির রেকর্ড, শচীনের পর কোহলি

প্রকাশিত: ০৪:২৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

স্টাম্পিংয়ে ধোনির রেকর্ড, শচীনের পর কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ জীবদ্দশায় স্যার ডন ব্র্যাডম্যান বলতেন, শচীনের ব্যাটিংয়ে নিজেকে খুঁজে পান তিনি। শচীন টেন্ডুলকরের মতে, বিরাট কোহলি ‘বিরল’ প্রজাতির ব্যাটসম্যান। পূর্বসূরি গ্রেটের কিছু রেকর্ড ছুঁয়েছেন, কিছু ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন। আবার কোন কোন রেকর্ডের পিছু ছুটছেন। লঙ্কানদের হোয়াইটওয়াশের (৫-০) পথে শেষ ওয়ানডেতে দুরন্ত এক সেঞ্চুরি (১১০*) হাঁকিয়ে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরিতে রিকি পন্টিংকে ছুঁয়েছেন ভারত অধিনায়ক, সামনে কেবল শচীন। ওয়ানডেতে ব্যাটিং-অধিশ্বরের সেঞ্চুরি ৪৯টি। একই সঙ্গে আইসিসি র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টেও শচীনকে ছাড়িয়ে গেছেন কোহলি। ওয়ানডে ইতিহাসে ১ শ’ স্টাম্পিংয়ের বিরল এক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২৩৯ রানের সহজ লক্ষ্যে পাওয়া ৬ উইকেটের জয়ে ৫ শিকারে ম্যাচসেরা ভুবনেশ্বর কুমার। সিরিজসেরা আরেক পেসার জাসপ্রিত বুমরাহ। এর আগে টেস্ট সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয় স্বাগতিক শ্রীলঙ্কা। একমাত্র টি২০ বুধবার। সংখ্যায় শচীনের যোজন পেছনে থাকলেও ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৩০টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। ক্যারিয়ারের মাত্র ১৮৬ নম্বর ইনিংসে ৩০তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন কোহলি। নতুন রেকর্ডের পথে শচীনকেই পেছনে ফেলেন তিনি। ২৬৭তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি করে ওপরে ছিলেন শচীন। এই তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। ৩৪৯তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি পেয়েছিলেন পন্টিং। বিশ্বরেকর্ড গড়ার পথে পন্টিংকে স্পর্শ করলেন কোহলি। ৩৭৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরি করেছিলেন পন্টিং। আর ১৯৪ ম্যাচে ৩০তম সেঞ্চুরির স্বাদ নিলেন কোহলি। ৪৯টি সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার তিন অঙ্কে পা দেয়া ব্যাটসম্যান শচীন। এই সিরিজেই দুটি সেঞ্চুরির পথে কোহলি চারে পাঠিয়ে দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়াকে। বয়স মাত্র ২৮, ক্যারিয়ারটা প্রত্যাশামতো লম্বা হলে নিশ্চিত ওয়ানডেতে আরও অনেক অনেক রেকর্ড গড়বেন। ১৯৯৮ সাল ছিল টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারের সাফল্যপ্রসবা এক বছর। দারুণ সব ইনিংস খেলেছিলেন সে বছর। সেবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিয়ে অর্জন করেছিলেন ৮৮৭ রেটিং পয়েন্ট, ভারতীয়দের মধ্যে যেটি এখনও রেকর্ড। এবার কোহলি স্পর্শ করলেন শচীনের সেই অর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুটি সেঞ্চুরিতে ৩৩০ রান করেছেন কোহলি। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও সংহত করেছেন নিজের শীর্ষস্থান। দুইয়ে থাকা ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যবধান বাড়িয়ে করেছেন ২৬ পয়েন্ট। কোহলি-ভুবনেশ্বরময় ম্যাচে বিরল এক রেকর্ড গড়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এতদিন ৯৯ স্টাম্পিং নিয়ে শীর্ষস্থানে বসেছিলেন কুমার সাঙ্গাকারা। ৩৬০ ম্যাচে উইকেটকিপিং করে ৯৯ জন ব্যাটসম্যানকে স্টাম্পিং করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি। সাঙ্গাকারাকে ধোনি ছুঁয়েছিলেন ২৯৯ ম্যাচেই। ৩০১তম ম্যাচে এসে পেছনে ফেললেন সাঙ্গাকে, ইতিহাসও দেখে স্টাম্পিংয়ের প্রথম সেঞ্চুরি। স্টাম্পিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া একজনের হাতেই হলো ক্রিকেটের নতুন এ রেকর্ড। সাঙ্গাকারার কারণেই ক্যারিয়ার থেমে না গেলে এ রেকর্ড অবশ্য রমেশ কালুভিতারানারও হতে পারত। মাত্র ১৮৬ ম্যাচেই ৭৫টি স্টাম্পিংয়ের অবিশ্বাস্য এক রেকর্ড ১৯৯৬ বিশ্বকাপের এই নায়কের। টেস্টে অবশ্য সেঞ্চুরি দূরে থাক, স্টাম্পিংয়ের ফিফটিই আছে মাত্র একজনের। ১৯৩৭ সালে ক্রিকেটকে বিদায় বলা অস্ট্রেলিয়ান কিপার বের্ট ওল্ডফিল্ড ৫৪ ম্যাচে ৫২ জন ব্যাটসম্যানকে ফাঁদে ফেলেছেন। কোহলি-ধোনির রেকর্ডের ম্যাচে নায়ক ভুবনেশ্বর। ৭১ ওয়ানডের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন এই তারকা পেসার। আগে ব্যাট করা শ্রীলঙ্কা অলআউট হয় ২৩৮ রানে। অধিনায়ক উপুল থারাঙ্গা ৪৮, সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ৫৫, অভিজ্ঞ লাহিরু থিরিমান্নে ৬৭ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। বুমরাহ নিয়েছেন ২ উইকেট। পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তরুণ এই ডানহাতি পেসার।
×