ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন কোম্পানি বাজারে আনতে কাজ করবে মসলিন ও এমটিবি ক্যাপিটাল

প্রকাশিত: ০৬:১২, ৩০ আগস্ট ২০১৭

নতুন কোম্পানি বাজারে আনতে কাজ করবে মসলিন ও এমটিবি ক্যাপিটাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ অলটারনেটিভ ইনভেস্টমেন্ট কোম্পানি মসলিন ক্যাপিটাল লিমিটেডের বিনিয়োগের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসবে; তাদের ইস্যু ম্যানেজারে হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। সোমবার বিকেলে প্রতিষ্ঠান ২টির মাঝে এ সংক্রান্ত এক সমঝোতা চুক্তি সই হয়। এতে মসলিন ক্যাপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন এবং এমটিবি ক্যাপিটালের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মেদ চুক্তিতে সই করেন। এ চুক্তির উদ্দেশ্য হচ্ছে- বিকল্প বিনিয়োগ ব্যবস্থাপক কোম্পানি হিসেবে মসলিন ক্যাপিটাল যেসব নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে; যখন তারা পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আসবে। তখন উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। তাদের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
×