ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীন ও সৌদি আরবের ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ ফান্ড

প্রকাশিত: ০৫:৫১, ২৯ আগস্ট ২০১৭

 চীন ও সৌদি আরবের ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ ফান্ড

চীন ও সৌদি আরব যৌথভাবে ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ ফান্ড গঠন করতে চায়। এ ফান্ডে উভয় দেশের সমান অংশীদারিত্ব ও মুনাফা থাকবে। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহর বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়, সম্প্রতি দুই দেশের উর্ধতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে চলা এক অর্থনৈতিক সম্মেলন হয়। ওই সম্মেলনের আয়োজন করে চীনের ভাইস প্রধান ঝাং গাওলি। আল ফালাহ বলেন, এই ফান্ড দিয়ে সৌদি আরবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে; যা চীনের বিনিয়োগকে আকৃষ্ট করবে। সৌদি ভিশন-২০৩০ এবং চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট (ওবোর) প্রকল্পকেও যা ইতিবাচক ভূমিকা পালন করবে। প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্বব্যাপী এ ধরনের যৌথ বিনিয়োগের ঘোষণা দিয়ে আসছে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে দেশটি জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তারা ১০০০ কোটি ডলারের যৌথ ফান্ড গঠন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×