ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দ জামিল আহমেদের ‘রিজওয়ান’ উৎসব

প্রকাশিত: ০৩:৪০, ২৯ আগস্ট ২০১৭

সৈয়দ জামিল আহমেদের ‘রিজওয়ান’ উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে সপ্তাহেরও বেশি সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলো বন্ধ থাকে। তবে এবার ব্যতিক্রম হচ্ছে। এবার ঈদ উল আযহায়ও খোলা থাকছে মিলনায়তনগুলো। এর মধ্যে এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ নাট্যোৎসব। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। এ উৎসবের আয়োজন করেছে নাটবাঙলা থিয়েটার। তাদের প্রথম প্রযোজনা ‘রিজওয়ান’। উর্দুকবি আগা শাহী আলীর ‘ এ কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস’ কাব্যগ্রন্থ অবলম্বনে ‘রিজওয়ান’ প্রযোজনার নাট্যরূপ দিয়েছেন ভারতের প্রখ্যাত নাট্যকার অভিষেক মুখার্জি। নাটকটির অনুবাদ করেছেন ঋদ্ধিদেশ ভট্টাচার্য্য। প্রযোজনার পরিকল্পনা নির্দেশনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, থিয়েটারের জীবন্ত কিংবদন্তি, দেশ বরেণ্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। এর মাধ্যমে দীর্ঘ বছর পর মূলধারার থিয়েটারে নাট্য নির্দেশনা দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। আর এই প্রযোজনার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিতাস জিয়া আরও আছেন অভিনেত্রী মিতালী দাস, এনাম তারা সাকী, মহসিনা আক্তার আঁখি, সুশান্ত সরকারসহ দেশের প্রথিতযশা নাট্যদলের কর্মীরা। নাটকটির লাইট ও সেট পরিকল্পনায় সৈয়দ জামিল আহমেদ, কস্টিউম ডিজাইন করছেন নায়লা আজাদ নুপুর। জানা গেছে, বাংলা নাটকের ইতিহাসে এবারই প্রথম ঈদের আগের দিন রাত ৮টায় নাটক মঞ্চস্থ হবে। এছাড়া ঈদের দিন থেকে নয় দিনব্যাপী বিকেল ৪টা এবং রাত ৮টায় ‘রিজওয়ান’ নাটকের দুটি করে ১০ দিনে মোট ১৯টি প্রদর্শনী হবে। উৎসব চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
×