ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আসছেন খায়রুল বাশার

প্রকাশিত: ০৫:১১, ২৮ আগস্ট ২০১৭

আসছেন খায়রুল বাশার

স্টাফ রিপোর্টার ॥ ছোটবেলা থেকেই কিছু একটা করার তীব্র বাসনা ছিল খায়রুল বাশারের। তবে সময়টা ঠিক মিলছিল না। জীবনের তাগিদে পেশা এবং সংসার জীবন শুরু হলেও ছোটবেলার সেই কিছু একটা করার সুপ্ত বাসনা বেশ নড়চড়ে ওঠে এক সময়। ছোটবেলা থেকে টুকটাক গাইতে পারতেন বাশার। তবে প্রকৃতির কাছে নিজেকে শপে দিয়েছিলেন বলে ধৈর্যের কাছেই হার মানছিলেন। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। ব্যাটে বলে মিলে যাওয়া স্বপ্নের পথচলার শুরুটা বেশ ভালই হলো তরুণ সঙ্গীতশিল্পী খায়রুল বাশারের। জীবনের অন্যতম প্রধান স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি এবং সঙ্গীত পরিচালক সজীব দাসের সান্নিধ্য পেয়েছেন বাশার। বাশার মনে করেন সঙ্গীতশিল্পী হলো চাঁদের মতো। তার নিজস্ব কোন আলো নেই। ভাল গীতিকার আর সুরকারের গান কণ্ঠ তুলে নিতে পারলে তিনি আলো ছড়াতে পারেন। স্বপ্ন পূরণের বাস্তবতায় সম্প্রতি নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। ‘জলরঙ’ শিরোনামের গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। কবি ও গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা গানের কথাগুলো এমন- ‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি, সুখ ভাসে লোনা জলে, ভুলেছ কেন তুমি’। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। প্রথম দ্বৈত গানে ন্যান্সিকে সঙ্গে পেয়ে বেশ উচ্ছ্বসিত খায়রুল বাশার। গান নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাশার বলেন, ন্যান্সি আমার অনেক প্রিয় সঙ্গীতশিল্পী। তার সঙ্গে প্রথম গান গাইতে পারা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। এ সুযোগটা করে দিয়েছেন সজীব দাস। আমি তার কাছে ঋণী। ‘জলরঙ’ শিরোনামের গানটির লিরিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর প্রশংসিতও হয়েছে। গানটির ভিডিও তৈরির আয়োজন চলছে বলে জানান বাশার। বর্তমান ব্যস্ততা নিয়ে বাশার বলেন, শুরুটা বেশ ভালই হলো। এখন একটু একটু করে এগিয়ে যেতে চাই। সজীব দাসের সুর ও সঙ্গীতে এ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছি। এ্যালবামে মোট তিনটি গান থাকবে। ‘জলরঙ’ শিরোনামে এ্যালবামটি প্রকাশ করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ্যালবামের গানগুলোর শিরোনাম যথাক্রমে ‘জলরঙ’, ‘আনকোরা চোখ’ এবং ‘তোমার উষ্ণ ছোঁয়ায়’। গান লিখেছেন রেজাউর রহমান রিজভী, রাকীব হাসান রুহুল, তাকের আনন্দ। তিনটি গানেরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। মাইলস্টোন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন খায়রুল বাশার। অফিস সময়ের আগে-পরে অর্থাৎ সকালে আর বিকেলে নিয়ম করে চলে গানের রেওয়াজ। বাশার স্বপ্ন দেখেন চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন। গানে নিয়মিত হবেন আর জয় করে নেবেন শ্রোতাদের মন। স্বপ্ন অনুযায়ি বাশার এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত পথে। তার জন্য নিরন্তর শুভ কামনা।
×