ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন বিদেশী প্রতিষ্ঠানে সিএসইর শেয়ার বিক্রির প্রস্তাব

প্রকাশিত: ০৪:০০, ২৫ আগস্ট ২০১৭

তিন বিদেশী প্রতিষ্ঠানে সিএসইর শেয়ার বিক্রির প্রস্তাব

আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ (এডিএক্স), গ্লোবাল ইনভেস্টমেন্টস ব্যাংক (জিআইবি) এবং দুবাই ফিন্যান্সিয়াল মার্কেটের (ডিএফএম) কাছে শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সম্প্রতি সিএসইর একটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দেয়। এ সময় বাংলাদেশ ও দুবাই পুঁজিবাজার এবং সিএসই ও এডিএক্সের বর্তমান অবস্থা ও কর্মকা নিয়ে আলোচনা হয়। এডিএক্স সিএসইর কৌশলগত বিনিয়োগের প্রস্তাব মূল্যায়ন করার আশ্বাস দেয়। একইসঙ্গে টেকনোলজি, মার্কেট উন্নয়ন, ফিউচার প্রোডাক্টস, মার্কেট মেকিং, সেন্ট্রাল ক্লিয়ারিং কর্পোরেশন (সিসিপি) এবং পুঁজিবাজারের অন্য কর্মকা-ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। সিএসইর প্রতিনিধি দলে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, উপ-মহাব্যবস্থাপক হাসনাইন বারী। অর্থনৈতিক রিপোর্টার রূপালী লাইফের লেনদেন চালু রবিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন আগামী রবিবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানির রেকর্ড ডেট। ফলে লেনদেন স্থগিত রেখেছে কোম্পানিটি। এর আগে কোম্পানিটি বুধ ও বৃহস্পতিবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে। অর্থনৈতিক রিপোর্টার
×