ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ ব্লাস্টে আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ আগস্ট ২০১৭

টি২০ ব্লাস্টে আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ মাথা মোটা পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) তাকে চিনল না। টি২০ বিশ্বকাপের পর দল থেকে ছুড়ে ফেলা হলো। বাধ্য হয়ে মাঠের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শহীদ আফ্রিদি বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি। পরশু ইংলিশ কাউন্টির ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তান ক্রিকেটের সর্বশেষ স্বীকৃত তারকা। ডার্বিশায়ারের কাউন্টি গ্রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুললেন ৩৭ বছর বয়সী আফ্রিদি। ১০ চার ও ৭ ছক্কায় খেললেন ১০১ রানের মনোমুগ্ধকর ইনিংস। স্ট্রাইক রেট ২৩৪.৮৮। মজার বিষয় ওয়ানডতে এক সময়ের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী যে কোন ঘারানার টি২০তে তিন অঙ্কের দেখা পেলেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর। পুল, হুক আর সুইপের মহড়ায় যেন ক্যারিয়ারের স্বর্ণালী সময়ের কথা স্মরণ করিয়ে দিলেন ‘বুম বুম’ আফ্রিদি। ৮ উইকেটে ২৪৯ রানের পাহাড়গড়া তার দল হ্যাম্পশায়ার এ্যান্ডভান্সড প্রথম কোয়ার্টার ফাইনালে ডার্বিশায়ারের বিপক্ষে পেয়েছে ১০১ রানের বড় জয়। ডার্বিশায়ারের বিপক্ষে কাল অনেকদিন পর ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন আফ্রিদি। সেঞ্চুরি করেছেন ৪২ বলে। যেখানে ৮২ রানই এসেছে চার আর ছক্কা থেকে। এর মধ্য দিয়ে অবশেষে টি২০তে সেঞ্চুরি পেলেন তিনি ২৫৬তম ম্যাচে এসে। ঝড় দিয়ে শুরু করা আফ্রিদি পাওয়ার প্লেতেই ১৮ বলে তুলেছেন ৪৫ রান। ১২তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার জন্য খেলেছেন আরও ২৪ বল। টি২০তে নিজের প্রথম সেঞ্চুরি পেতে পাকিস্তানের সাবেক অধিনায়কের দরকার হয়েছে ৪২টি বল। যদিও ১০১ রানের ৮২ রানই এসেছে ১৭ বলে (১০ চার ও ৭ ছক্কা)। টুর্নামেন্টে আগের সাত ইনিংসে ৫২ বলে ৫০ রান করা আফ্রিদি অনেকদিন পর দেখা দিলেন নিজের রূপে। সে কারণেই কিনা আউটও হলেন ঠিক নিজের মতো করে। সেঞ্চুরি করার পরের বলেই আউট আফ্রিদি। আফ্রিদি ফিরলেও হ্যাম্পশায়ারের ঝড় থামেনি। ২০ ওভারে ২৪৯ রান তুলে কোয়ার্টার ফাইনাল জিতে নিয়েছে ১০১ রানে। ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছিলেন আফ্রিদি। তবে ২০১৪ সালে আফ্রিদির রেকর্ডটি ভেঙ্গে ফেলেন নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এক বছর পর টি২০ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন আফ্রিদি। গত দুইদশকে সীমিত ওভারের (ওয়ানডে-টি২০) ক্রিকেটে আনন্দদায়ক খেলোয়াড়দের অন্যতম একজন ছিলেন আফ্রিদি। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেয়ার আগে ৩৯৮ ম্যাচ খেলে তিনি ব্যাট হাতে ৮০৬৪ রানের পাশাপাশি ৩৯৫ উইকেট শিকার করেন। সংক্ষিপ্ত ভার্সনে দারুণ সাফল্য পেলেও টেস্ট ক্রিকেটে ঠিক বিপরীত অবস্থানে ছিলেন আফ্রিদি। ক্যারিয়ারে ২৭ টেস্টে তার রান ১৭১৬ এবং উইকেট ৪৮টি। ২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেন আফ্রিদি।
×