ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:১৯, ২১ আগস্ট ২০১৭

উইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার যা অবস্থা তাতে সাবেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল দুটির টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। সম্প্রতি ঘরের মাটিতে ভারতের কাছে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পথে লঙ্কানরা ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। ইংল্যান্ডে পা রেখে ক্যারিবীয় গ্রেট জোয়েল গার্নার (বর্তমান ম্যানেজার) বলেছিলেন, ডে-নাইট টেস্টের অভিজ্ঞতা আছে বলেই তাদের হিসেবে ধরতে হবে। অভিজ্ঞতার মূল্য পৌনে তিনদিনে ইনিংস ও ২০৯ রানের হার, এক দিনেই ১৯ উইকেটের পতন। ইংলিশদের ৫১৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ১৩৭-এ গুটিয়ে যাওয়ার লজ্জা। জেসন হোল্ডারদের কাছে কোন কিছুরই ব্যাখ্যা নেই। থাকতে পারে না। অন্যদিকে দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যাওয়ার পর দারুণ খুশি ইংল্যান্ড অধিনায়ক জো রুট। শনিবার তৃতীয়দিনেই প্রথম ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অতিথিদের ব্যাটিং আরও দিশাহীন; ৪৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় হোল্ডাররা। ব্যক্তিগত তো বটেই, কোন হাফ সেঞ্চুরির জুটিও নেই। এদিন দুই ইনিংস মিলিয়ে একদিনেই ৭৬.৪ ওভারে ২৬১ রান তুলতে ১৯ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রথম ইনিংসের আয়ু ৪৭ ওভার। গত ৮ বছরে টেস্টের প্রথম ইনিংসে এতো স্বল্পায়ু ব্যাটিং দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের এমন সর্বশেষ ভোগান্তির ঘটনাটিও ইংল্যান্ডেরই বিপক্ষে। ২০০৯ সালের সফরে লর্ডস টেস্টে এমন ভোগান্তিতে পড়েছিল ক্যারিবীয়রা। কঠিন বিপদের মাঝে বুক চিতিয়ে একাই লড়েছেন জার্মেইন ব্লাকউড (৭৯*), তাতে অবশ্য কাজ হয়নি। জেমস এ্যান্ডারসনের সঙ্গে উইকেট শিকাওে যোগ দেন স্টুয়ার্ট ব্রড, টরি রোল্যান্ড-জোন্স আর মঈন আলি। উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতে ৩৪৬ রান দরকার ছিল অতিথিদের। ব্যাটিং ব্যর্থতায় দলটি যেতে পারেনি তার ধারে কাছেও। এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপদের শুরু এ্যান্ডারসনের হাত ধরে। কাইরন পাওয়েলকে (১০) বিদায় করে প্রথম আঘাত হানেন তিনিই। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট খানিকটা প্রতিরোধ গড়েন। ৭৬ বল টিকে থেকে করেন ৪০ রান। ৫০-এর বেশি বল খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের আর কোন ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া রোস্টন চেস এবার ৪৭ বলে করেন ২৪ রান। বিশের ঘরে যেতে পারেনি অতিথিদের আর কোন ব্যাটসম্যান। প্রথম ইনিংসে দলকে ৮ উইকেটে ৫১৪ রানের (ডিক্লেঃ) বিশাল সংগ্রহ এনে দিতে ২৪৩ রানের দারুণ ইনিংস খেলা ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান কুক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড। দুটি করে উইকেট নিয়েছেন এ্যান্ডারসন, টবি রোল্যান্ড-জোন্স ও মঈন আলি। শুক্রবার হেডিংলিতে শুরু দ্বিতীয় টেস্ট।
×