ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় যতীন সরকারের জন্মদিন পালিত

প্রকাশিত: ০৬:৩১, ২০ আগস্ট ২০১৭

নেত্রকোনায় যতীন সরকারের জন্মদিন পালিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকারের ৮২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় তাঁর নিজ বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘যতীন সরকারের জন্মদিন উদ্যাপন কমিটি’। এতে অসংখ্য ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীর ভালবাসায় সিক্ত হন যতীন সরকার। বিকাল তিনটায় ক্ষুদে শিল্পীদের সমবেত গান ও ৮২টি প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আয়োজকরা তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। মানপত্র তুলে দেন কবি আবদুর রাজ্জাক। এরপর জন্মদিন উদ্যাপন পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অধ্যাপক ননীগোপাল সরকারের সভাপতিত্বে যতীন সরকারের কর্মমময় জীবনের ওপর আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক মোস্তফা কামাল, অধ্যাপক বিধান মিত্র, ড. রমা বিজয় সরকার, কবি কামরুজ্জামান চৌধুরী, গাজী মোজাম্মেল হোসেন টুকু, স্বপন কুমার পাল, খান মোহাম্মদ রেজাউল করিম, রাজীব সরকার, বিনয় সরকার, তাহমিনা ছাত্তার, সরোজ মোস্তফা, সাইফুল্লাহ এমরান ও অখিল পাল প্রমুখ। বক্তব্যের মাঝে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক হারাধন সাহা ও মোঃ আলমগীর। এদিকে কেন্দুয়ায় ‘চর্চা সাহিত্য আড্ডা’র উদ্যোগেও কেক কাটা, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যতীন সরকারের জন্মদিন পালন করা হয়। স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে এবং সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় আলোচনাপর্বে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, লেখক সন্তোষ সরকার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম প্রমুখ।
×