ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেনে উপর্যুপরি হামলা

প্রকাশিত: ০৩:৩২, ২০ আগস্ট ২০১৭

স্পেনে উপর্যুপরি হামলা

প্রথমে বার্সিলোনা, তারপর ক্যামব্রিলস স্পেনে দু’দফায় সন্ত্রাসী হামলা বিশ্ববাসীকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এই ঘটনার প্রতিবাদে মানুষ সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করছে। বারবার সন্ত্রাসী হামলা সতর্ক করে দিয়েছে, যে কোন স্থানে যে কোন সময় সন্ত্রাসীরা আক্রমণ চালাতে সক্ষম। এজন্য সন্ত্রাসীরা কৌশলও বদল করে চলেছে। বিগত ১৩ মাসে ফ্রান্স, জার্মানি, সুইডেন ও যুক্তরাজ্যে কয়েক দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে বাছবিচারহীনভাবে হত্যাযজ্ঞ ঘটানো হচ্ছে। সন্ত্রাসী হামলার নতুন এই ধরনটিই সবশেষ গত বৃহস্পতিবার প্রয়োগ হয়েছে স্পেনের বার্সিলোনা শহরের জনপ্রিয় এলাকা লাস র‌্যামব্লাসে। জনতার ওপর গাড়ি উঠিয়ে দিয়ে সম্ভাব্য বেশি সংখ্যক মানুষকে হত্যার অভিনব এই প্রক্রিয়া থামানো না গেলে ইউরোপে মানুষের স্বচ্ছন্দ স্বাধীন চলাচল ব্যাহত হবে। স্পেনের বার্সিলোনায় হামলার কয়েক ঘণ্টা পর দেশটির উপকূলীয় শহর ক্যামব্রিলসে একই কায়দায় হামলার ঘটনায় শঙ্কিত না হয়ে উপায় নেই। বৃহস্পতিবার বার্সিলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস র‌্যামব্লাসে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করা হয়। যথারীতি ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিককালে ব্রিটেনেও একই কায়দায় উপর্যুপরি সন্ত্রাসী হামলা হয়েছে। ম্যানচেস্টার ও লন্ডনে রক্তাক্ত সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই স্পেনে সন্ত্রাসী হামলা নিয়ে বিশ্বনেতৃবৃন্দ কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন তার ওপর নির্ভর করছে সেখানকার মানুষের নিরাপত্তা। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে তিন দফা সন্ত্রাসী হামলা ব্রিটেনের মানুষকে বিস্মিত করেছে। সমভাবে স্পেনবাসীও বিস্মিত হয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’দফা সন্ত্রাস সংঘটিত হওয়ায়। এই সম্পাদকীয় রচনার সময় ফিনল্যান্ডে সন্ত্রাসী হামলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্থাপনা দেশটির পার্লামেন্ট ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মাজারে সম্প্রতি আলাদাভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায়িত্ব স্বীকার করা এ হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৪২ জন আহত হয়। শিয়া মুসলিম অধ্যুষিত ইরানে এটি আইএস-এর প্রথম হামলা। ইসলাম কখনোই এ জাতীয় সন্ত্রাস সমর্থন করে না। ইরানের শিয়া নেতা ইমাম খোমেনির সমাধিতে আজ সন্ত্রাসী হামলা হচ্ছে। পৃথিবীতে এখন বড় খারাপ সময় এসেছে। কিছুদিন পরপরই কোন না কোন দেশে সন্ত্রাসী হামলা সংঘটিত হচ্ছে। ব্রিটেনের নতুন সন্ত্রাসী আইন পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ম্যাক্স হিল এক সাক্ষাতকারে জানিয়েছিলেন ব্রিটেন এখন ইসলামিক স্টেটের (আইএস) হামলার হুমকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, ‘ইসলামিক স্টেট ব্রিটেনের বিভিন্ন শহরে নিরপরাধ সাধারণ মানুষের ওপর, তারা যে জাতি বা বর্ণেরই হোক নির্বিচারে হামলার পরিকল্পনা করছে।’ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনে লন্ডনে চলতি বছরে প্রথম সন্ত্রাসী ঘটনা ঘটছে। ক্ষুদ্র বা বৃহৎÑ যে পর্যায়েই সন্ত্রাস পরিচালিত হোক না কেন তার চূড়ান্ত মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। মানুষ জীবন পায় একবারের জন্যই। সেই জীবন সন্ত্রাসের শিকার হয়ে অকালে যাতে ঝরে না যায় বিশ্ববাসীর সেটাই প্রত্যাশা। সন্ত্রাসবাদ মানবতার শত্রু হিসেবেই শনাক্ত হয়। বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সব সময়ই সব ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে। বিশ্বনেতাদের কর্তব্য হচ্ছে এই গ্রহ থেকে সন্ত্রাস নির্মূল করার জন্য সম্মিলিতভাবে কার্যকর ব্যবস্থা নেয়া, সন্ত্রাস উস্কে দেয়া নয়। ধর্মের নামে দেশে দেশে সন্ত্রাস সংঘটনকারীদের যে কোন মূল্যে থামাতে হবে।
×