ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভারত সফরেও নেই স্টার্ক

প্রকাশিত: ০৫:১১, ১৯ আগস্ট ২০১৭

ভারত সফরেও নেই স্টার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া। দুই টেস্ট শেষে এখান থেকে ভারতে উড়ে যাবে স্টিভেন স্মিথের দল। দুর্ভাগ্য রঙিন পোশাকের ‘হাইভোল্টেজ’ ওই দ্বৈরথেও সেরা পেসারকে পাচ্ছে না অসিরা। স্টার্কের ইনজুরি থেকে সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। ভারত সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি২০ স্কোয়াডে রাখা হয়নি তাকে। ফিরেছেন তারকা অলরাউন্ডার জেমস ফকনার এবং ডানহাতি পেসার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ওয়ানডের জন্য ১৪ এবং টি২০ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে সিএ। এখনও সূচী চূড়ান্ত না হলেও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে ভারতে গিয়েছিলেন স্টার্ক। প্রথম দুটি ম্যাচ খেলার পর পান পায়ের চোট। ছিটকে যান সিরিজের মাঝপথে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছিলেন, তিন ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু টুর্নামেন্ট শেষে জানা যায় পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর থেকে বাদ দেয়া হয় ২৭ বছর বয়সী পেসারকে। ভারত সিরিজে তাকে ফিট দেখার প্রত্যাশা করেছিলেন নির্বাচকরা। কিন্তু গুরুত্বপূর্ণ এ্যাশেজের কথা ভেবে সেটিও হলো না। ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যু হতে পারে চেন্নাই, ব্যাঙ্গালুরু, নাগপুর, ইন্দোর ও কলকাতায়। টি২০ রাঁচি ও গুয়াহাটিতে। ওয়ানডে দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যাস্টন এ্যাগার, হিলটন কাটব্রাইট, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোয়েস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), এ্যাডাম জাম্পা।
×