ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হিজবুল মুজাহিদীনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:৩২, ১৮ আগস্ট ২০১৭

হিজবুল মুজাহিদীনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বুধবার হিজবুল মুজাহিদীনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দলটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল আখ্যা পাওয়ায় পাকিস্তানের ওপর মার্কিন চাপকে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। ডন ও এক্সপ্রেস ট্রিবিউন। যুক্তরাষ্ট্র্র হিজবুল মুজাহিদীনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে যেন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া সম্ভব হয়। গোষ্ঠীটি ইতোমধ্যে সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে হামলা করেছে ও ভারত শাসিত কাশ্মীরে প্রভাব বিস্তার করে রেখেছে। বুধবার দিনের শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ঘোষণা করে যে, তারা হিজবুল মুজাহিদীনকে বিদেশী সন্ত্রাসী সংগঠন ও বিশেষ করে বৈশ্বিক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য আখ্যায়িত করছে। দলটি এইচএম নামেও পরিচিত। পাশাপাশি তারা এইচএমকে পরিহার করার জন্যও আহ্বান জানায়। যারা বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় এজন্য মার্কিন নাগরিকদের মনে করিয়ে দেয় যে, এ দলটির সঙ্গে কোন রকম আর্থিক লেনদেন করা এখন থেকে নিষিদ্ধ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এইচএম দলটি কাশ্মীরের সবচেয়ে বড় ও পুরনো সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দলটির নেতা মুহাম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিনকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে যে, হিজবুল মুজাহিদীন বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত ছিল। ২০১৪ সালের এপ্রিল মাসের হামলায় জড়িত থাকা এর অন্যতম কারণ। এতে ১৭ জন আহত হয়। মার্কিন কর্মকর্তা দাবি করেন, এইচএম এখনও পাকিস্তানে বিশাল উপস্থিতি রয়েছে এবং সেখান থেকে কাশ্মীরে হামলা পরিচালনা করছে। যদিও পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের সীমান্ত অঞ্চলে অন্যান্য জাতিরা ব্যবহার করে সামরিক হামলা চালাচ্ছে। যারা আফগানিস্তান থেকে পালিয়ে আসা আফগান জঙ্গী। তারা প্রায়ই আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলার পরেই হিজবুলকে এই তালিকাভুক্ত করা হয়। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, জঙ্গী হামলার চালানোর জন্য প্রয়োজনীয় রসদ বা সম্পদ থেকে এই জঙ্গী সংগঠনকে বঞ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
×