ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবারের পর বাংলাদেশে আসতে চাইছে ওলা

প্রকাশিত: ০৪:১৮, ১৬ আগস্ট ২০১৭

উবারের পর বাংলাদেশে আসতে চাইছে ওলা

উবার জনপ্রিয় হওয়ার পর ভারতের সর্ববৃহৎ মোবাইল এ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক ‘ওলা’ বাংলাদেশে ঢুকতে চাইছে বলে ইঙ্গিত মিলেছে। ওলার কর্মকর্তা নবীন নারায়ণ তার লিঙ্কড-ইন এ্যাকাউন্টের একটি পোস্টে বাংলাদেশে পরিচালন বিশেষজ্ঞ নিয়োগ পেতে আগ্রহীদের কাছে আবেদনপত্র চেয়েছেন। ঢাকার সঙ্গে কলম্বোয়ও বিশেষজ্ঞ চাইছেন নবীন; যার অর্থ প্রতিবেশী দুটি দেশেই ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা। ওলার এ পরিকল্পনাকে উবারের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভারতের বাজারে তারা এখন তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। ২০১১ সালে প্রতিষ্ঠিত ব্যাঙ্গালুরুভিত্তিক ‘স্টার্ট-আপ’ কোম্পানি ওলার ভারতের বাজারে থাকলেও অন্য ২৮টি শহরে উবারের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। ব্যবসা বিস্তৃত করতে ফ্যালকন এইজ ক্যাপিটাল এবং রতন-টাটা গোষ্ঠীর ইউসি-আরএনটি ক্যাপিটালের কাছ থেকে ১০ কোটি ডলার বা ৮০০ কোটি টাকার নতুন তহবিল পেয়েছে ওলা। অর্থনৈতিক রিপোর্টার কানাডার আবাসন খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি ধীরগতিতে এগোচ্ছে কানাডার আবাসন খাতের প্রবৃদ্ধি। দেশটিতে দিনদিনই কমছে বাড়ি বিক্রির পরিমাণ। কানাডার অর্থনীতি, কর্মসংস্থান আর প্রবৃদ্ধির মূল চালিকাশক্তির ধীরগতিতে অর্থনীতিতে এসেছে স্থবিরতা। বছরের শুরু থেকেই বাড়ি বিক্রির হার কমেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বাড়ি বিক্রি বাড়াতে দাম কমিয়ে দিলে ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের শ্রমিকরা। জুনে দেশটিতে বাড়ি বিক্রির হার কমেছে ৬ দশমিক ৭ শতাংশ যা ২০১০ সালের পর সর্বনিম্ন। অথচ গেল বছর বাড়ি বিক্রির মধ্যদিয়ে দেশটির অর্থনীতির সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালেও বাড়ি বিক্রির হার কম থাকবে বলে পূর্বাভাস আবাসন বিশেষজ্ঞদের। -অর্থনৈতিক রিপোর্টার
×