ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবারও লভ্যাংশ দিল না সানলাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৪:১২, ১৬ আগস্ট ২০১৭

এবারও লভ্যাংশ দিল না সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দেবে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য বছরের জন্য কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হয়। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ফার্স্ট ফিন্যান্সের এজিএমের বাধা নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতাদেশের সিদ্ধান্ত বাতিল করেছে আপীল বিভাগ। এখন কোম্পানিটির এজিএম অনুষ্ঠানে আর কোন বাধা নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এর আগে সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন অনুষ্ঠিতব্য ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। কোম্পানিটির পক্ষ থেকে স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল করা হলে গত ১০ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দেন আপীল বিভাগ। রবিবার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানায় ফার্স্ট ফিন্যান্স। গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ফার্স্ট ফিন্যান্স। -অর্থনৈতিক রিপোর্টার
×