ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুইদিনেই দিশেহারা শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:৫০, ১৪ আগস্ট ২০১৭

দুইদিনেই দিশেহারা শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে সিরিজ আগেই শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছিলেন, শেষ টেস্টে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভাল করতে চায় তার দল। কিন্তু পাল্লেকেলেতে স্বাগতিকদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা’। প্রথম ইনিংসে ভারতের ৪৮৭ রানের জবাবে ১৩৫ রানে অলআউট লঙ্কানরা ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাট করছে। দ্বিতীয়দিন শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ১৯ রান। লিড পরের বিষয়, ইনিংস হার এড়াতেই আরও ৩৩৩ রান চাই চান্দিমালদের। আট নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরিতে (৯৬ বলে ১০৮) রবিবার দিনের প্রথম অংশের আলো কেড়ে নেন তরুণ হারদিক পান্ডিয়া। শেষ ভাগটা ছিল কুলদিপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে-ভাস্বর। তাতেই কার্যত ঘরের মটিতে ‘হোয়াইটওয়াশের’ প্রহর গুনছে শ্রীলঙ্কা। আর নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো দ্বীপ-দেশে ইতিহাস গড়ার পথে কোহলির ভারত। বড় রানের জবাব দিতে নেমে ‘চায়নাম্যান’ কুলদিপের জবাব খুঁজে পায়নি লঙ্কানরা। শুরুটা করেছিলেন শামি। নতুন বলে ফেরান তিনি শ্রীলঙ্কার দুই ওপেনারকে। কুসল মেন্ডিস (১৮) দারুণ শুরু করেও হয়ে যান রান আউট। ব্যাটের পর বোলিংয়েও দৃশ্যপটে পান্ডিয়া। লঙ্কানদের বড় ভরসা এ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরান শূন্য রানে। বাকি কাজ সেরেছেন কুলদিপ ও অশ্বিন। পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েছিলেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলা। কুলদিপ এই জুটি ভাঙ্গেন দিকওয়েলাকে (২৯) ফিরিয়ে। বাকি উইকেটগুলো ধরা দেয় টপাটপ। শ্রীলঙ্কা শেষ ৬ উইকেট হারায় মাত্র ৩৪ রানে। একাই খানিকটা লড়াই করা অধিনায়ক চান্দিমালকে (৪৮) ফেরান অশ্বিন। পরে শেষ উইকেটসহ এই অফ স্পিনার নেন দুই উইকেট। কুলদিপ যাদব নিয়েছেন চারটি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা চায়নাম্যান বোলার অভিষেক টেস্টেও নিয়েছিলেন ৪ উইকেট। ফলোঅনে পড়ে বিকেলে দ্বিতীয় ইনিংসে ঘণ্টাখানেক ব্যাট করে শ্রীলঙ্কা হারিয়েছে উপুল থারাঙ্গাকে (৭)। তৃতীয়দিনে অপেক্ষায় কঠিন পরীক্ষা। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৪৮৭/১০ (১২২.৩ ওভার; আগেরদিন ৩২৯/৬; ঋদ্ধিমান ১৬, পান্ডিয়া ১০৮, কুলদিপ ২৬, শামি ৮, উমেশ ৩*; ফার্নান্দো ২/৮৭, কুমারা ০/১০৪, করুনারতেœ ০/৩০, পেরেরা ০/৩৬, সান্দাকান ৫/১৩২, পুষ্পকুমারা ৩/৮২)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১৩৫/১০ (৩৭.৪ ওভার; করুনারতেœ ৪, থারাঙ্গা ৫, মেন্ডিস ১৮, চান্দিমাল ৪৮, ম্যাথুস ০, দিকওয়েলা ২৯, পেরেরা ০, পুষ্পকুমারা ১০, সান্দাকান ১০, ফার্নান্দো ০, কুমারা ০*; শামি ২/১৭, উমেশ ০/২৩, পান্ডিয়া ১/২৮, কুলদিপ ৪/৪০, অশ্বিন ২/২২) ও দ্বিতীয় ইনিংস (ফলো অনের পর) ১৯/১ (১৩ ওভার; করুনারতেœ ১২*, থারাঙ্গা ৭, পুষ্পকুমারা ০*; শামি ০/৭, অশ্বিন ০/৫, উমেশ ১/৩, কুলদিপ ১/৪)। ** দ্বিতীয়দিন শেষে
×