ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে তামিম, পেটে চার সেলাই

প্রকাশিত: ০৫:৫০, ১৪ আগস্ট ২০১৭

ইনজুরিতে তামিম, পেটে চার সেলাই

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর ১৩ দিন বাকি। এরআগে ইনজুরিতে পড়ে গেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তার পেটে চার সেলাই লেগেছে। আগামী দুইদিন পুরো বিশ্রামে থাকবেন তামিম। এরপর সেলাই খোলা হলে কবে থেকে ব্যাট হাতে অনুশীলনে যোগ দিতে পারবেন তা বোঝা যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১০ জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সঙ্গে চট্টগ্রামেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের শেষ তিনদিন একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা। সেই প্রস্তুতি ম্যাচেই ঘটেছে অঘটন। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়দিনে তামিমের ওপর কাঁচ ভেঙ্গে পড়ে। সেই কাঁচ তামিমের পেটে আঘাত হানে। এরপরই চারটি সেলাই হয়। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৭২ বলে ২৯ রান করে রানআউট হয়ে যান তামিম। তাতে তামিমের রাগ ওঠে। ইনিংসটা বড় করতে না পারার ক্ষোভে ড্রেসিংরুমে যাওয়ার সময় বারান্দায় থাকা দরজার কাঁচে ব্যাট দিয়ে আঘাত করেন। এরপর সেই দরজা খুলে ড্রেসিংরুমে ঢুকতে গেলেই বিপত্তি ঘটে। কাঁচ ভেঙ্গে তামিমের ওপরে পড়ে। তবে অনেক বড় অঘটন থেকে বাঁচেন তামিম। তামিমের মাথায় হেলমেট ছিল। পায়ে ছিল প্যাড। কাঁচ যখন ঝনঝন করে তামিমের ওপর ভেঙ্গে পড়ে তখন হেলমেট থাকায় মাথায় কোন আঘাত লাগেনি। প্যাড থাকায় পায়েও কোন আঘাত লাগেনি। কিন্তু জার্সি পরে থাকায় জার্সি ভেদ করে পেটে কাঁচ ঢুকে যায়। সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে। মুহূর্তেই তামিমকে চিকিৎসা দেয়া হয়। চারটি সেলাই লাগে। তামিম এরপর প্রস্তুতি ম্যাচের তৃতীয়দিন মাঠেই যেতে পারেননি। এই সেলাই নিয়েই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তামিম। তামিম এখন পূর্ণ বিশ্রামেই আছেন। ঘটনা ঘটেছে ১০ আগস্ট। সেই থেকে পাঁচদিন তামিমকে পুরো বিশ্রাম দেয়া হয়েছে। কোন কাজ করতে পারবেন না। ১৫ আগস্ট পর্যন্ত তামিম কিছুই করতে পারবেন না। মিরপুরে যে রবিবার থেকে অনুশীলন শুরু হয়ে গেছে সেই অনুশীলনেও যোগ দিতে পারবেন না। দ্রুতই সেলাই কাটা হবে। এরপর তামিম কবে মাঠে ব্যাট হাতে নিতে পারবেন সেই সিদ্ধান্ত হবে। গুরুতর কিছু ঘটেনি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে কোন সমস্যা হবে না বলেই জানা গেছে। অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রস্তুতি ম্যাচেই তামিমের খেলার সম্ভাবনা দেখছেন। যে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি মিরপুরে বুধ ও বৃহস্পতিবার হবে। নান্নু জানিয়েছেন, ‘ওর ইনজুরি খুব গুরুতর না। হাতে তো লাগেই নাই। পেটে লেগেছে। প্রস্তুতি ম্যাচ খেলবে।’ পাঁচদিন বিশ্রামে থাকা মানে ১৫ আগস্ট পর্যন্ত বিশ্রামে থাকা। এরপর সরাসরি কোন ম্যাচে নিশ্চয়ই এমন অবস্থায় খেলা যায় না। যদিও নান্নু বলছেন, পেটে লেগেছে হাতে নয়। কিন্তু ব্যাটিং যখন করবেন তামিম, তখন তো পেটেও চাপ পড়বে। তাছাড়া শুধু ব্যাটিং করলেই তো হবে না রানও তো দৌড়ে নিতে হবে। তা করতে গেলেই তো চাপ পড়বে। তাতে বোঝাই যাচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না তামিমের। তবে যে সমস্যা হয়েছে তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ আগস্ট প্রথম টেস্টেই মাঠে নামতে পারবেন তামিম। প্রথম টেস্ট শুরুর আগে পুরো সুস্থ হয়ে উঠতে পারবেন তামিম। সেই আশাই করছে সবাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ বছর পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। ২০০৬ সালের পর আর অসিদের বিপক্ষে টেস্ট খেলাই হয়নি। সেই সময় তামিমের টেস্ট অভিষেকই হয়নি। প্রথমবারের মতো তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ ধরা দিয়েছে তামিমের। তামিম কী তা হাতছাড়া করবেন? ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর সবদলের বিপক্ষেই টেস্ট খেলেছেন তামিম। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই এখনও কোন টেস্ট খেলা হয়নি। তামিম সেই সুযোগে আছেন। অহেতুক একটি ঘটনা ঘটে গেছে। তবে সেটিও খুব গুরুতর নয়। তাই তামিম যে করেই হোক দ্রুত সেরে ওঠার চেষ্টাই করবেন। তা করতে পারলেই প্রথম টেস্ট শুরুর আগে অনুশীলনেও যোগ দিতে পারবেন। প্রথম টেস্টও নির্দ্বিধায় খেলতে পারবেন। পেটে চার সেলাই লেগে যে ইনজুরিতে পড়েছেন এখন তা থেকে মুক্ত হওয়ার অপেক্ষায় শুধু রয়েছেন তামিম।
×