ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির তালিকায় ব্যাংকের প্রাধান্য

প্রকাশিত: ০৫:১৭, ১৪ আগস্ট ২০১৭

দরবৃদ্ধির তালিকায় ব্যাংকের প্রাধান্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দরবৃদ্ধির তালিকায় রাজত্ব করেছে ব্যাংক খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আটটি ব্যাংক খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, রবিবার এ তালিকার শীর্ষে ছিল পূবালী ব্যাংক। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪২৮ বারে ৪৪ লাখ ৭৬ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১১ কোটি ৬১ লাখ টাকা। এ তালিকার দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৫৮৬ বারে কোম্পানিটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১৯ কোটি ২৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের ১২ টাকা বা ৯ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির এক হাজার ৩৫২ বারে ৭ লাখ ২০ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন হয়েছে। এ তালিকায় থাকা অন্য ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৭.১৭ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.৭৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪ শতাংশ, যমুনা ব্যাংকের ৩ দশমিক ৪৫ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৩ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।
×