ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

প্রকাশিত: ০৫:০৭, ১৩ আগস্ট ২০১৭

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

গোলাম মোস্তফা ॥ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে আজ মাঠে নামছে দেশটির দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। ন্যুক্যাম্পে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে আর্নেস্তো ভালভার্দের দল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে গত সপ্তাহেই উয়েফা সুপার কাপ জিতে নতুন মৌসুম শুরু করেছে জিনেদিন জিদানের দল। ফুরফুরে মেজাজে থাকা লস ব্ল্যাঙ্কোসদের সামনে এখন স্প্যানিশ সুপার কাপ জয়েরও হাতছানি। অন্যদিকে ন্যুক্যাম্পের পরিস্থিতি কি? ভাবতে পারেন কী কেউ? তবে কাতালান ক্লাব যে খুব একটা স্বস্তিতে নেই তা নিশ্চিত। কেননা কয়েকদিন আগেই যে দলের সবচেয়ে তরুণ প্রতিভাবান ফুটবলার নেইমারকে হারাতে হয়েছে তাদের। ব্রাজিলিয়ান সুপারস্টারের বদলি হিসেবে ফিলিপ কুটিনহো কিংবা উসমান ডেম্বেলেকে কেনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে কাতালানরা। তবে সাম্প্রতিক সময়ের সব হতাশা ঘুচানোর দারুণ একটা সুযোগ আজ বার্সার। তা হলো রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বার্সিলোনা পারবে কী আজ উৎসবের জোয়ারে ভাসতে? অপেক্ষা এখন সেটাই দেখার। প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বটা অবশ্য দারুণ কেটেছে বার্সিলোনার। জুলাইয়ে মিয়ামিতে হয়ে যাওয়া প্রীতি এল ক্লাসিকোতেও তো রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা। ৩-২ গোলে জেতা সেই ম্যাচটাও নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে মেসি-ইনিয়েস্তাদের। সেই ম্যাচেও অবশ্য খেলেছিলেন নেইমার। কিন্তু এবার নেইমারকে ছাড়াই মাঠে নামছে কাতালানরা। তারপরও আত্মবিশ্বাসী বার্সিলোনার নবাগত কোচ আর্নেস্তো ভালভার্দে। এ বিষয়ে ম্যাচের আগেরদিন তিনি বলেন, ‘প্রাক-মৌসুমের সময়টা আমাদের খুব ভাল কেটেছে। আশাকরি আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচই উপহার দিতে পারব।’ তবে একথা অস্বীকার করার কোন উপায় নেই যে, এই ম্যাচ চলাকালীন সময়েও নেইমারের অভাব উপলব্ধি করবে বার্সিলোনা। সাবেক সান্তোস তারকার বিকল্প হিসেবে স্প্যানিশ জায়ান্টদের দৃষ্টি ছিল ফিলিপ কুটিনহো এবং উসমান ডেম্বেলের দিকে। কিন্তু দুর্ভাগ্য তাদের। একে একে কাতালানদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ড। যে কারণেই তাদের দৃষ্টি এখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। হ্যাঁ, কাতালানদের চোখ পড়েছে এখন শত্রুর ঘরে। কুটিনহো এবং ডেম্বেলের মতো দুই প্রতিভাবান তারকাকে না পেয়ে বার্সিলোনা এখন রিয়াল মাদ্রিদের প্রতিভাবান ফুটবলার মার্কো এসেনসিওকে দলে ভেড়াতে মরিয়া। এসেনসিওকে দলে ভেড়াতে হলে রিলিজ ক্লজ বাবদ বার্সিলোনাকে খরচ করতে হবে ৮০ মিলিয়ন ইউরো! বয়স এবং অভিজ্ঞতার তুলনায় যা অনেক বেশি। এদিকে ২০১৬-১৭ মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দীর্ঘ পাঁচ বছর পর তারা জিতেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। সেইসঙ্গে জিতেছে রেকর্ড ১২তম উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। সেটাও ইতিহাস গড়ে। নতুন মৌসুমের শুরুটাও চমকপ্রদভাবে করেছে জিনেদিন জিদানের দল। উয়েফা সুপার কাপে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে রিয়াল এখন ফুরফুরে মেজাজে। আজ তাই স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ জিতে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতেও আত্মবিশ্বাসী জিনেদিন জিদানের শিষ্যরা। তিনদিন পরই আবার দ্বিতীয় লেগ। দ্বিতীয় লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাতালানদের আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।
×