ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকাশে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক

প্রকাশিত: ০৫:৫৮, ১১ আগস্ট ২০১৭

বিকাশে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকরা ঈদ-উল-আযহা উপলক্ষে ই-কমার্সসহ দেশের ৫০টি নামী ব্র্যান্ড ও সুপার স্টোরের ১ হাজার ৩৪৪টি আউটলেটে কেনাকাটার মূল্য বিকাশে পরিশোধে তাৎক্ষণিক সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। কেনাকাটার মূল্য বিকাশে পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকের এ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা জমা হবে। আগস্ট ১০ থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-আযহার দিন পর্যন্ত। এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডের নাম ও দোকানের ঠিকানা পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইট িি.িনশধংয.পড়স এবং ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/নশধংযষরসরঃবফ। -বিজ্ঞপ্তি সার্ক টেক সামিট শুরু হচ্ছে আজ দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে ও আন্তঃআঞ্চলিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সম্পর্ক জোরদার করতে গতবারের মতো এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সার্ক টেক সামিট-২০১৭’। ১১-১২ আগস্ট রাজধানীর হোটেল ওয়েস্টিনে দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারতসহ সার্কভুক্ত অন্যান্য দেশের তথ্যপ্রযুক্তিবিদরা অংশ নেবেন। সাইবার সিকিউরিটির নিরাপত্তার বিষয়টিকে কীভাবে আরও জোরদার করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এ আয়োজন। বিশ্বে সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন ও সেই সঙ্গে থাকে ঝুঁকির সম্ভাবনা। তাই এ চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিবিদদের সদা প্রস্তুত থাকতে হয়। এক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বিনিময়ের মাধ্যমে একে অপরকে সাইবার সিকিউরিটির মোকাবেলায় তথ্য জ্ঞানে আরও সমৃদ্ধ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×