ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৯৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে কর্মসংস্থান ব্যাংক

প্রকাশিত: ০৪:১৮, ১০ আগস্ট ২০১৭

৯৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে কর্মসংস্থান ব্যাংক

চলতি ২০১৭-১৮ অর্থবছরে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবক-যুবতীদের মাঝে ৯৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্মসংস্থান ব্যাংক। চলতি অর্থবছরে সকল উপজেলা সদরের কর্মসংস্থান ব্যাংকের শাখা এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের মাঝে এই টাকা বিতরণ করা হবে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় জানানো হয়, কর্মসংস্থান ব্যাংক এ পর্যন্ত ১৬ লাখ ৮৫ হাজার ১৭৩ যুব ও যুব মহিলা উদ্যোক্তাকে ঋণ প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছে। কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীরা যাতে সত্যিকার অর্থে ঋণ সহযোগিতা পায় সেজন্য প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করার পরপরই কর্মসংস্থান ব্যাংকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পরামর্শ দেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×