ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন

প্রকাশিত: ০৪:১৭, ১০ আগস্ট ২০১৭

এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন

বুধবার দুপুরে সিলেট চেম্বার কনফারেন্স হলে সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ -এর লোগো উন্মোচন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, দ্য সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবিইসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামী ২১-২৭ অক্টোবর শহরের মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করবেন। প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্টকরণের মাধ্যমে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটনশিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন। -স্টাফ রিপোর্টার, সিলেট অফিস
×