ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে পতন আতঙ্ক

প্রকাশিত: ০৫:১৬, ৯ আগস্ট ২০১৭

ভারতের পুঁজিবাজারে পতন আতঙ্ক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পুঁজিবাজারে টানা দর ও সূচক বাড়ছিল। প্রতিদিনই কোন না কোন প্রণোদনায় বাজার হাওয়ায় ভাসছিল। কিন্তু হঠাৎ আবার একটু পেছনে ঘুরে গেল। মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক প্রায় ২৬৯ পয়েন্ট কমে গেল। এর মাস খানেক আগে সূচক নতুন মাইলফলক অতিক্রম করার পর কেক কেটে তা উদযাপনও করেছিল নিয়ন্ত্রক সংস্থা। এনডিটিভির খবরে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬২টি কোম্পানি অবৈধভাবে লেনদেন করছে- বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির এমন অভিযোগে কোম্পানিগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর বাজার নিম্নমুখী হতে শুরু করে। তবে ওই কোম্পানিগুলো কোন ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত তা স্পষ্ট করা হয়নি। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) বলছে, এসব কোম্পানির বিরুদ্ধে এখন তদন্ত করা হবে। সেবির বিধিনিষেধের মধ্যে রয়েছে ওই সব কোম্পানির লেনদেন সীমিত রাখা; কোম্পানির পরিচালক ও পর্ষদ সদস্যদের হাতে যে শেয়ার আছে তার লেনদেন কমানো। প্রসঙ্গত, ভারতের পুঁজিবাজার গত এক মাসে মাইলফলক স্পর্শ করে। এ সময়ে এনএসই ইনডেক্স ও বিএসই সেনসেক্স প্রথমবারের মতো যথাক্রমে ১০ হাজার ও ৩২ হাজারের গ-ি পেরোয়। কোয়ান্টাম সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নিরজ্জ দেওয়ান বলেন, বাজারে এখন এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বাজারে প্রসারিত হয়েছে, এখন আবার কিছুটা সংশোধন হবে। এনএসইতে নিফটি সূচক দিনশেষে ৮৪ শতাংশ পয়েন্ট কমে ৯ হাজার ৯৭৩ পয়েন্ট অবস্থান করে। এটা লেনদেনের এক পর্যায়ে ১.১ শতাংশ কমে গিয়েছিল। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ পতন। এদিন বেঞ্চমার্ক সেনসেক্স সূচক দশমিক ৮৩ শতাংশ কমে ৩২ হাজার ৪ পয়েন্টে অবস্থান করে।
×