ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের ঠিকানা বদল স্নেইডারের

প্রকাশিত: ০৪:৫৯, ৯ আগস্ট ২০১৭

ফের ঠিকানা বদল স্নেইডারের

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ঠিকানা বদল করলেন ডাচ তারকা ওয়েসলি স্নেইডার। এবার তুরস্কের ক্লাব গালাতাসারে ছেড়ে যোগ দিয়েছেন ফরাসী ক্লাব নিসে। মঙ্গলবার নতুন ক্লাবে পরিচিতিপর্বও সম্পন্ন হয়েছে ৩৩ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডারের। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন স্নেইডার। এরপর যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেখান থেকে ২০১৩ সালে পাড়ি জমান তুরস্কে। সেখানে চার বছর খেলে এবার আসলো ফ্রান্সে। ১৯৮৪ সালে হল্যান্ডের আর্টেরেচ শহরে জন্ম নেয়া স্নেইডারের ফুটবল প্রতিভা বিকশিত হয় পরিবার থেকেই। তার পুরো পরিবার ছিল খেলাপ্রেমী। বাবাসহ বড় ভাইয়েরা ছিলেন পেশাদার ফুটবলার। যে কারণে পেশা হিসেবে ফুটবলকে বেছে নিতে খুব একটা সমস্যা হয়নি তার। ‘ফ্রিকিক মাস্টার’ হিসেবে সুপরিচিত এই খ্যাতিমান ফুটবলারের উত্থান ঘটে মাত্র সাত বছর বয়সে আয়াক্সের হয়ে। মার্সেল ফুটবলে অগ্রণী ব্যাংকের জয় স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলে মঙ্গলবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও টিএ্যান্ডটি ক্লাব। প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। আর পরের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অগ্রণী ব্যাংকের হয়ে ম্যাচের ৪৪ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আমির হাকিম বাপ্পী। লীগে অগ্রণী ব্যাংকের এটি প্রথম জয়।
×