ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় পর্ব

প্রকাশিত: ০৪:৫৪, ৯ আগস্ট ২০১৭

বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় পর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ প্রবাদে আছে, ‘একবার না পারিলে দেখ শতবার।’ শতবার নয়, ৩০ বছরে ১৫ বারের প্রচেষ্টার পরই এলো সেই কাক্সিক্ষত সাফল্য। তাসের রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্নপূরণ। ব্রিজ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিওতে, আগামী ১২-২৬ আগস্ট পর্যন্ত। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশের ছয় খেলোয়াড়। বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ব্রিজ দল। বিশ্বের আটটি জোন থেকে মোট ২২টি দল ৪৩তম ব্রিজ বিশ্বকাপে অংশ নেবে। রাউন্ড রবীন লীগ পদ্ধতির এই খেলায় বাংলাদেশ ২১ ম্যাচ খেলবে। এ আসরে তাদের লক্ষ্য খুব বেশি নয়, কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলা। ক্রিকেট, কাবাডি এবং রোলবলের পর এবার ব্রিজ বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। দাবা অলিম্পিয়াডে খেলেছেন বাংলাদেশের দাবাড়ুরা যা অনেকটা বিশ্বকাপের সমতুল্য আসরই। গত এপ্রিলে দুবাইয়ে অনুষ্ঠিত ব্রিজ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল ব্রিজ ফেডারেশন অব এশিয়া এ্যান্ড দ্য মিডল ইস্ট (বিএফএএমই) জোন থেকে। এই জোন থেকে দুটি দল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নাম লেখানোর সঙ্গে ব্রিজ বিশ্বকাপও খেলা নিশ্চিত করে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের কাছে হার মেনেছিল তারা। বাছাইপর্বে ফাইনাল ছাড়া মোট ১৮ ম্যাচ খেলে বাংলাদেশ। জেতে ১৫ ম্যাচে। ব্রিজ টুর্নামেন্টে বারমুডা বৌল বিভাগে বাংলাদেশ ছাড়া বাকি ২১ দল হলো : মিসর, হল্যান্ড, সুইডেন, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, ইতালি, গুয়াদালোপে, অস্ট্রেলিয়া, জার্মানি, দ. আফ্রিকা, মেক্সিকো, চাইনিজ তাইপে, মোনাকো, চীন, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের দুটি দল। দুই বছর পরপর অনুষ্ঠিত হয় ব্রিজ বিশ্বকাপ। খেলাটির নিয়ম হচ্ছে : মোট খেলোয়াড় থাকবে ছয় জন। তবে এক বোর্ডে খেলতে পারবেন চারজন করে। এরপর বদলি হিসেবে আরেকজন খেলতে পারবেন। দুই বোর্ডে দু’দেশের চারজন করে আটজন খেলোয়াড়। এক দেশের চারজন দুই বোর্ড থেকে ক্রস পদ্ধতিতে খেলে থাকেন। আরও দু’জন দুই বোর্ডে অবজারভেশনে থাকেন। তাদের হাতে তাসের পসরা। একে অন্যের হাতের দিকে তাকিয়ে থাকেন। এরপর পরস্পরকে টেক্কা দেয়ার পালা। দুই বোর্ডের একটি রাউন্ড খেলতে ১৩ মিনিট সময় লাগে। ২৪ থেকে ২৬ বোর্ডে শেষ হয় খেলা। বাংলাদেশ দলের ছয় খেলোয়াড় হলেন : শাহ জিয়াউল হক, আসিফুর রহমান চৌধুরী, রাশেদুল আহসান, মির্জা সাজিদ ইস্পাহানি, এএইচএম কামরুজ্জামান এবং মশিউর রহমান। ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন দলের সঙ্গে যাচ্ছেন কোচ হিসেবে। ২২টি দলের মধ্যে বাংলাদেশ এবং গুয়াদালোপে দুটি দল এ্যামেচার। বাকি ২০টি দলই পেশাদার। তবুও সেরা আটে খেলার স্বপ্ন কামরুজ্জামানের, ‘জানি, বাস্তবতা অনেক কঠিন। ওখানে যারা খেলবেন তারা সবাই পেশাদার। তবুও আমরা চেষ্টা করব। প্রত্যাশা দ্বিতীয় রাউন্ডে খেলার।’ ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে না। ব্রিজ দলের সব খেলোয়াড়ের বিমান ভাড়া, থাকা-খাওয়াসহ সমস্ত ব্যয়ভার বহন করবেন খেলোয়াড় সাজিদ ইস্পাহানি। এছাড়া গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিজ দলের সব খেলোয়াড়কে ১ লাখ টাকা করে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ব্রিজ ফেডারেশন সভাপতি মুশফিকুর রহমান মোহন এবং সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। জুয়া ভাগ্যের খেলা, ব্রিজ মেধার খেলা। এখন দেখার বিষয় এই মেধার খেলায় কেমন করে বাংলাদেশ।
×