ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জামিল উর রহমান

বিয়ে, ডেকোরেশন ও ফটোগ্রাফি...

প্রকাশিত: ০৫:৫৮, ৭ আগস্ট ২০১৭

বিয়ে, ডেকোরেশন ও ফটোগ্রাফি...

প্রযুক্তির কল্যাণে আজকাল সবাই এগিয়ে। একটা সময় ছিল যখন শুধু সমাজের অভিজাত মহলের বিয়ের অনুষ্ঠানে এক ক্যামেরাম্যান বড় একটা ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ভিডিও ধারণ করত। কারণ এই কাজ ছিল তখন যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তবে বর্তমান অবস্থা পুরো পাল্টেছে। প্রযুক্তি সবকিছু হাতের মুঠোয় এনে দিয়েছে। ফটো আর ভিডিওগ্রাফি না থাকলে এখন বিয়ে সম্পন্ন হয় না যেন। আর যত দিন যাচ্ছে মানুষের জাঁকজমকের ওপর ঝোঁক বেড়ে যাচ্ছে। আজকাল বিয়ের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার জন্য রয়েছে ওয়েডিং প্লানারসরা। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা শুধু বিয়ের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করে থাকে। বিয়ের ফটোগ্রাফি এবয় ডেকোরেশন নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন- জামিলুর রহমান। আর্টলেন্ড আর্টল্যান্ড। এই নামটির সঙ্গে জড়িয়ে হাজারও দম্পতির বিয়ের স্মৃতি। যাত্রা ২০১২ সালে চট্টগগ্রামে হলেও বর্তমানে তাদের চাহিদার কথা মাথায় রেখে ২০১৩ সাল থেকে আর্টলেন্ড ঢাকায় ও চলতি বছরের জুন থেকে খুলনায় তাদের কার্যক্রম শুরু করেছে। আর্টলেন্ড বিশ্বাস করে, আপনার জীবনের বিশেষ দিনের বিশেষ মুহূর্তের ছবিগুলোকে ফ্রেমবন্দি করে উপহার দেয়াই তাদের সার্থকতা। বিয়ের দিন তো একদিনই কিন্তু সেই একদিনকে হাজারো দিন ধরে স্মরণ করতে কেই না চাই? সুখের, আবেগের সময়গুলো বারবারি জেন সবাইকে নস্টালজিক করে তোলে। এভাবে আর্টলেন্ডের এই পথচলার শুরু। তাদের ৩ জন ডিরেক্টর সহ ৬৪ জনের একটি বিশেষ ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির দল রয়েছে। সেই বিশেষ দিনটির বিশেষ ও সুন্দরতম মুহূর্তের ছবিগুলো ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বছরে ১ হাজারটিও বেশি ইভেন্ট কাভার করে থাকে। সকলের স্বাদ ও সাধ্যের কথা চিন্তা করে তারা আপনার জন্য অনেক প্যাকেজ রেখেছে। এর মধ্যে গোল্ড ২ ও গোল্ড ৩ এবং প্লাটিনাম প্যাকেজগুলো বেশ জনপ্রিয়। এই প্যাকেজগুলোর মূল্য যথা ক্রমে ৩০,০০০ ও ৪০,০০০ এবং ১,৫০,০০০। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিগুলোতে তারা সর্বশেষ প্রযুক্তি ও ক্যামেরার ব্যাবহার করে থাকে। আর্টলেন্ড (বিডি) লিমিটেড বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয় বাংলাদেশে সর্বপ্রথম আর্টলেন্ড ৩টি বিভাগে কর্যক্রম শুরু করে তাই বলা যায় বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির অগ্রজাত্রায় আর্টলেন্ডের রয়েছে বিশেষ ভূমিকা। বাধন ওয়েডিং শপ বিয়ের আরেক প্রয়োজনের নাম হলো বিয়ের জিনিসপত্র। একটা বিয়ে মানে অনেক ঝামেলা আর অনেক কেনা কাটা। তবে বাধন থাকতে আপনার কোন চিন্তা নেই। এলিফেন্ট রোডের বাটা সিগনাল মোড়ে ট্রপিক্যাল শপিংমল এর নিচতলায় বাধনের আয়োজন। এখানে বর ও কনের পোশাক, বরের শেরোয়ানি, পাগড়ি, নাগরা, পাজামা, ওড়না। গায়ে হলুদের ডালা, কুলা, রাখি, পাটি, কনের গায়ে হলুদের গহনা, বাচ্চাদের পোশাকসহ আরও যা দরকার। ভাড়া এবং হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। বিয়ের ডেকোরেশনো বাধন করে দিবে আপনাকে অতি অল্প খরচে আর বরের পাগড়ি বাসায় গিয়ে বাধানো তো আছেই। ডিমিরর ফটোগ্রাফির পাশাপাশি বিয়ের আরেক কাজ হলো বিয়ের ডেকোরেশন। বর্তমান সময়ে সবাই জেন এই বিষয়ে একটু বেশিই খেয়াল রাখছে। তাই বিয়ের ডেকোরেশন নিয়ে আপনাকে মুক্তি দিতে আপনার সামনেই আছে ডি-মিরর। ২০১৫ সালে জাত্রা শুরু। দক্ষিণ বনশ্রীর ব্লক-এল, রোড-৯ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করা হয়। বিয়ের আয়োজনের সমস্ত কিছুর ব্যবস্থা করবে ডি মিরর। ভেন্যু ডেকোরেশন, কাটারিং, ব্যান্ড, সাউন্ড সিস্টেম, হাউজ লাইটিংসহ বিভিন্ন কিছু। এছাড়াও ডি মিরর হাওয়াই মিঠাই, ফুচকা, পালকি, ব্যান্ড পার্টি, ঘোড়ার ব্যবস্থাও করে থাকে। ২৫০০০ টাকা থেকে শুরু করে আছে বিভিন্ন প্যাকেজ আর অকেশনালি অফার তো থাকছেই।
×