ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লকটে

প্রকাশিত: ০৪:১৩, ৭ আগস্ট ২০১৭

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লকটে

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকের পর পুল থেকেই বাইরে ছিলেন। কারণ মিথ্যা ডাকাতির অভিযোগ এনে ফেঁসে গিয়েছিলেন বিশ্ব সাঁতার ও অলিম্পিকে একাধিকবার চ্যাম্পিয়ন রায়ান লকটে। তদন্তে যুক্তরাষ্ট্রের এ তারকা সাঁতারুর দাবি মিথ্যা প্রমাণিত হওয়ার পর ১০ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার আবার পুলে ফিরে এসেছেন তিনি। ইউএস ওপেন মিটে নেমেছেন মাত্র দু’দিন আগে ৩৩তম জন্মদিন পালন করা লকটে। তবে ফেরার লড়াইয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পঞ্চম হয়েছেন তিনি। গত বছর রিও ডি জেনিরোয় হওয়া অলিম্পিকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে আসেন লকটে। কারণটা বিস্ময়কর কোন নৈপুণ্যের জন্য নয়Ñ অলিম্পিক ভিলেজে ডাকাতির শিকার হয়েছেন বলে দাবি করেন। তার সঙ্গে আরও তিনজন সাঁতারুও ওই ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেন। সাঁতারের বিশ্বে অন্যতম সেরা এক তারকা হিসেবে আরও বেশি আলোচনায় আসেন তিনি। বিষয়টি ব্রাজিলের আয়োজকরা গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্তের ব্যবস্থা নেয়। পরবর্তীতে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও এবং অন্যান্য তথ্যাদি বিশ্লেষণে দেখা যায় এমন কিছুই ঘটেনি- লকটে অতিরঞ্জিত করে একটি মিথ্যা ঘটনা সাজিয়েছেন। পরে উল্টো তার বিরুদ্ধেই মামলা করে ব্রাজিলিয়ান পুলিশ। নিষিদ্ধ হন লকটে সবধরনের সাঁতার থেকে। তবে এই সময়টাতে দারুণ এক সুখময় ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। প্রথম সন্তানের বাবা হয়েছেন দুইমাস আগে। আর এখন ফিরেছেন পুলেও। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ফেরার দিন লড়াইয়ে নেমে ৫৫.১৬ সেকেন্ড টাইমিং গড়ে পঞ্চম হন। জিতেছেন সার্বিয়ার দুইবারের অলিম্পিক পদক জয়ী আর্কাডি ভায়াচানিন।
×