ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দর্শক হয়ে পিএসজির জয় দেখলেন নেইমার

প্রকাশিত: ০৪:১১, ৭ আগস্ট ২০১৭

দর্শক হয়ে পিএসজির জয় দেখলেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস সেরা দলবদল করে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এসেছেন নেইমার। নতুন ক্লাবে ব্রাজিলিয়ান সুপারস্টারের অভিষেকও হয়ে যেতে পারত শনিবার রাতে। কিন্তু স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের খামখেয়ালির জন্য এদিন মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। তবে মাঠে নামতে না পারলেও ২০১৭-১৮ নতুন মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির জয় দেখেছেন। বিশেষ স্ট্যান্ডে বসে এ জয় দেখেন সময়ের আলোচিত তারকা। নেইমার না খেললেও জয়ের জন্য বেগ পেতে হয়নি পিএসজিকে। নতুন দল এ্যামিয়েন্সকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে উনাই এমেরির দল। পিএসজির হয়ে গোল দু’টি করেন উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি ও আর্জেন্টাইন স্ট্রাইকার জ্যাভিয়ের পাস্তোরে। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচ না খেললেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। তাকে দেয়া হয় বীরোচিত অভ্যর্থনা। গ্যালারিতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নেইমার নেইমার গর্জন। মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন সাবেক বার্সিলোনা তারকা। কিন্তু সবকিছু এত দ্রুত হয়েছে, কাগজপত্র ঠিক সময়ে প্রক্রিয়া করা যায়নি। তাই স্কোয়াডে নাম ওঠেনি নেইমারের। ডাগআউটেও বসা হয়নি একই কারণে। বিশেষ স্ট্যান্ডে (ভিআইপি গ্যালারি) বাবার পাশে বসে দেখেছেন খেলা। ম্যাচ শুরুর আগে নেইমারকে নিয়ে আনুষ্ঠানিকতাও সারে পিএসজি। তাকে ১০ নম্বর জার্সি পরিয়ে মাঠে নিয়ে আসা হয়। এ সময় দর্শকরা নেইমার নেইমার সেøাগানে মুখরিত করে তোলেন। মাঠে আসার পর সমর্থকদের উদ্দেশে আবারও কথা বলেন নেইমার। দেন অনেক প্রতিশ্রুতি। নেইমার বলেন, ধন্যবাদ। আমি ভীষণ সুখী, নতুন চ্যালেঞ্জ নিতে এখানে আসতে পেরে আনন্দিত। আপনাদের সঙ্গে নিয়ে অনেক শিরোপা চাই, সেজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। বার্সায় নেইমার দুই দক্ষিণ আমেরিকান সতীর্থকে (লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ) নিয়ে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এক আক্রমণভাগ। তবে নেইমারকে এমএসএনের শূন্যতা বেশিদিন হয়তো অনুভব করতে হবে না। পরশুর গোল দুটিও করেছেন দুই দক্ষিণ আমেরিকান সতীর্থ। ম্যাচের ৪২ মিনিটে কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাস্তোরে। টানা চারবার ফরাসী লীগ জেতা পিএসজি গত বছর মোনাকোর পেছনে থেকে রানার্সআপ হয়। নেইমার আসায় পিএসজির শক্তি অনেক বেড়েছে। বেড়েছে শিরোপা জয়ের প্রত্যাশাও। এ কারণে চাপে আছেন পিএসজি কোচ উনাই এমেরি। তবে খুব বেশি চাপ নিচ্ছেন না তিনি। দলে নেইমারের আগমন প্রশ্নে তিনি বলেন, সে এমন একজন খেলোয়াড় যে কিনা ক্লাবটিকে আরও উঁচু পর্যায়ে যেতে সাহায্য করবে। নেইমার ছাড়াও পিএসজি দুর্দান্ত একটি ক্লাব। কিন্তু নেইমারকে নিয়ে একটু বেশি ভাল। এমেরি বলেন, অন্য ইতিবাচক ব্যাপারগুলোর মতো এই চাপকে স্বাগতম। দলটাকে আর একটু বেশি কিছু দিতেই নেইমার এখানে। এদিকে বার্সিলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার ব্যাপারে যে কয়জন কলকাঠি নেড়েছেন তাদের মধ্যে দানি আলভেজ অন্যতম বলে ভাবা হচ্ছে। কিন্তু এই ব্রাজিলিয়ান তারকা জানালেন ভিন্ন কথা। নেইমারের পিএসজিতে যাওয়ার ব্যাপারে জানলেও আলভেজ নাকি তাকে বার্সা ছাড়তে প্রলুব্ধ করেননি। এ্যামিয়েন্সের বিরুদ্ধে ম্যাচ শেষে আলভেজ বলেন, সেই (নেইমার) আমাকে এখানে আসার পরামর্শ দিয়েছে। কেননা সে এখানে আসার জন্য প্রস্তুত ছিল। কাছের বন্ধুদের একসঙ্গে পাওয়াটা আনন্দের এবং বড় সম্মানের ব্যাপার। আমি নিশ্চিত আমরা তাকে এখানে সুখী হতে সাহায্য করার চেষ্টা করব। চলতি মৌসুমের আগে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাস থেকে পিএসজিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান রাইট ব্যাক বলেন, নেইমারের পিএসজিতে আসার ব্যাপারে আমার কোন হাত নেই।
×