ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুদের হার কমানোর দাবি ক্যাবের

প্রকাশিত: ০৪:৪২, ৬ আগস্ট ২০১৭

সুদের হার কমানোর  দাবি ক্যাবের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেডিট কার্ডের সুদের হার নির্ধারণ, গ্রাহক হয়রানি বন্ধ ও ভোক্তা স্বার্থরক্ষা করে দ্রুত নীতিমালা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। নিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের একটি বিশাল জনগোষ্ঠী বর্তমানে ক্রেডিট কার্ডের গ্রাহক হলেও ব্যাংকগুলো এ সমস্ত গ্রাহকদের কোন বিষয়কে গুরুত্ব প্রদান না করে এ খাতে নামে-বেনামে বিভিন্ন হিডেন চার্জ যুক্ত করে সাধারণ ঋণের দ্বিগুণ সুদ আদায় করছে আর ভোক্তাদের হয়রানি বিষয়ে প্রতিনিয়ত অভিযোগ জমা করলেও সেগুলো আমলে না নিয়ে জনগণের পকেট কাটছে। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা হলেও তারা সাধারণ জনগণ ও ভোক্তাদের স্বার্থ না দেখে গুটিকয়েক ব্যবসায়ীদের স্বার্থে যাবতীয় নীতি প্রণয়ন করার কারণে দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হরিলুট হয়েছে বলে অভিযোগ করা হয়। আর এ হরিলুটের জন্য বাংলাদেশ ব্যাংকের দায়ও কম নয়। ভারতে পেঁয়াজের দাম ২ বছরের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে পেঁয়াজের দাম বেড়ে ৪ গুণ হয়েছে। দুই সপ্তাহে আগে ভারতের বাজারে পেঁয়াজের দাম ছিল ৭ টাকার নিচে। শুক্রবার তা ২৬ টাকার বেশি দামে কেনা-বেচা হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। পেঁয়াজের সরবরাহ কম থাকাতেই দাম এভাবে বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ভারতের বাজারে এখন পেঁয়াজের সরবরাহ কম। পেঁয়াজের সবচেয়ে বড় যোগানদাতা মহারাষ্ট্রের নাসিক জেলায় দিন দিন পেঁয়াজের উৎপাদন কমছে।
×