ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিটে মেজবাহ ২৮ জনের মধ্যে ১৯তম

প্রকাশিত: ০৪:২৭, ৬ আগস্ট ২০১৭

হিটে মেজবাহ ২৮ জনের মধ্যে ১৯তম

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের লন্ডনে চলমান বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট। সবার দৃষ্টি জ্যামাইকার উসাইন বোল্টের ওপর। কেননা এই আসরেই নিজের ক্যারিয়ারের শেষ দৌড়ে অংশ নেবেন তিনি। এই আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের তারকা স্প্রিন্টার মেজবাহ আহমেদও। শুক্রবার অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে বাংলাদেশ সময় মাঝরাতে প্রাক-বাছাই হিটেই (১নং) বাদ পড়েছেন তিনি। প্রিলিমিনারি হিটে সাত প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন মেজবাহ। তার টাইমিং ছিল ১১.০৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় মেজবাহ অংশ নেন ওয়াইল্ড কার্ড পেয়ে। চারটি প্রিলিমিনারি হিটের প্রতিটির প্রথম তিনজন এবং এরপর দ্রুততম দুই স্প্রিন্টার সুযোগ পেয়েছেন সেমিফাইনালে। চার হিটের মোট ২৮ প্রতিযোগীর মধ্যে ১৯তম হন মেজবাহ। লন্ডনের ট্র্যাকে যে টাইমিং করেন তা নিজের ব্যক্তিগত সেরা টাইমিংয়ের ধারে কাছেও ছিল না। যে ১৪ স্প্রিন্টার হিটে উঠেছেন, তাদের মধ্যে সর্বশেষ জনের টাইমিং ১০.৭১ সেকেন্ড। ভারতের গুয়াহাটিতে গত এসএ গেমসের ১০.৭২ সেকেন্ড টাইমিং করেছিলেন মেজবাহ যা তার ব্যক্তিগত সেরা টাইমিং। আর ভারতের ভুবনেশ্বরে ১০.৮৮ সেকেন্ড টাইমিং তার মৌসুম সেরা। গত মাসে ঢাকায় জাতীয় সামার এ্যাথলেটিক্সে ১০.৩০ সেকেন্ড (হ্যান্ড টাইমিং) সময় নিয়ে ১০০ মিটারে স্বর্ণ জেতেন মেজবাহ।
×