ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে এবার জাদেজার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৪:২৫, ৬ আগস্ট ২০১৭

কলম্বো টেস্টে এবার জাদেজার বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে যথারীতি চলছে ভারতের দাপট। চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের জোড়া সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয়দিনই ৯ উইকেটে ৬২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ১৮৩ রানে অলআউট শ্রীলঙ্কা ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিং করছে। তৃতীয়দিন শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২০৯ রান। সেঞ্চুরি করে আউট হয়েছেন কুশল মেন্ডিস (১১০), আর ৯২ রানে অপরাজিত ওপেনার দিমুথ করুনারতেœ। ব্যক্তিগত ২ রান নিয়ে তার সঙ্গে আছেন অভিষিক্ত মিলিন্দা পুষ্পকুমারা। ইনিংস হার এড়াতে আরও ২৩০ রান চাই লঙ্কানদের। আগেরদিন টেস্ট ইতিহাসে দ্রুত ২০০০ রান ও ২৫০ উইকেট নিয়ে অনন্য ‘ডাবল’ অর্জন করেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সতীর্থ রবীন্দ্র জাদেজা। বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে কম টেস্টে ১৫০ উইকেট নিয়েছেন ধুরন্ধর এই অফস্পিনার। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২ শিকারের মধ্য দিয়ে বাঁহাতি বোলার হিসেবে টেস্টে দ্রুত ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়েন জাদেজা। নিজের ৩২তম টেস্টে এসে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন জাদেজা। পেছনে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন। ৩৪তম টেস্টে দ্রুত ১৫০ উইকেট শিকারের কীর্তি ছিল সাবেক বাঁহাতি অসি-পেসারের। সর্বোপরি বিশ্বের ১৯তম ও ভারতের পঞ্চম বাঁহাতি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকার করলেন জাদেজা। আর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত ১৫০ উইকেট শিকার করলেন তিনি। মাত্র ২৯ ম্যাচে ১৫০ উইকেট শিকার গড়ে এই রেকর্ড নিজের দখলে রেখেছেন ভারতের ডানহাতি অফস্পিনার অশ্বিন। চাপ মাথায় নিয়ে ১৭টি চারে ১৩৫ বলে ১১০ রানের অসাধারণ এক ইনিংস খেলা মেন্ডিসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙ্গেন হার্দিক পান্ডিয়া। ১২টি চারে ৯২ রানে অপরাজিত উদ্বোধনী ব্যাটসম্যান করুনারতেœ। ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। অতিথি বোলারদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ১৮৩ রানেই গুটিয়ে যায় দিনেশ চান্দিমালের দল। অধিনায়ক নিজেও সুবিধা করতে পারেননি। অসুস্থতা কাটিয়ে ফেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান ফিরেন দুই অঙ্কে গিয়েই। পরের ওভারেই মেন্ডিসকে ফিরিয়ে দেন উমেশ যাদব। এরপরই প্রথম ইনিংসে আরও বড় লজ্জা এড়ানো জুটি পায় শ্রীলঙ্কা। সেটাও মাত্র ৫১ রানের। গড়ে ওঠে এ্যাঞ্জেলো ম্যাথুস ও নিরোশান দিকওয়েলার মধ্যে। দুটি করে ছক্কা-চারে ২৬ রান করা ম্যাথুসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন অশ্বিন। প্রথম ইনিংসে একমাত্র অর্ধশতক পাওয়া দিকওয়েলাকে বিদায় করেন মোহাম্মদ শামি। লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৪৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। পরপর দুই ওভারে দিলরুয়ান পেরেরা ও নুয়ান প্রদীপকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দেয়ার সঙ্গে ২৬তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন অশ্বিন। দুটি করে শিকার শামি ও জাদেজার। তৃতীয়দিন আরেকটি দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। এবার হ্যামস্ট্রিংয়ের চোটে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে পেসার নুয়ান প্রদীপের। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে সফরকারী ভারত। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৬২২/৯ ডিক্লেঃ (১৫৮ ওভার; ধাওয়ান ৩৫, রাহুল ৫৭, পুজারা ১৩৩, কোহলি ১৩, রাহানে ১৩২, অশ্বিন ৫৪, সাহা ৬৭, পান্ডিয়া ২০, জাদেজা ৭০*, শামি ১৯, যাদব ৮*; প্রদীপ ০/৬৩, হেরাথ ৪/১৫৪, করুনারতেœ ১/৩১, পেরেরা ১/১৪৭, পুষ্পকুমারা ২/১৫৬, ডি সিলভা ০/৫৯)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১৮৩/১০ (৪৯.৪ ওভার; করুনারতেœ ২৫, থারাঙ্গা ০, মেন্ডিস ২৪, চান্দিমাল ১০, ম্যাথুস ২৬, দিকওয়েলা ৫১, ডি সিলভা ০, পেরেরা ২৫, হেরাথ ২, পুষ্পকুমারা ১৫*, প্রদীপ ০; শামি ২/১৩, অশ্বিন ৫/৬৯, জাদেজা ২/৮৪, যাদব ১/১২) ও দ্বিতীয় ইনিংস ২০৯/২ (৬০ ওভার; করুনারতেœ ৯২*, থারাঙ্গা ২, মেন্ডিস ১১০, পুষ্পকুমারা ২*; যাদব ১/২৯, অশ্বিন ০/৭৯, শামি ০/১৩, জাদেজা ০/৭৬, পান্ডিয়া ১/১২)। ** তৃতীয়দিন শেষে
×