ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিচালক সমিতিতে থাকতে চান না কাজী হায়াৎ!

প্রকাশিত: ০৫:৪৪, ৫ আগস্ট ২০১৭

পরিচালক সমিতিতে থাকতে চান না কাজী হায়াৎ!

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আর পরিচালক সমিতিতে থাকতে চান না। এমনকি আর চলচ্চিত্র নির্মাণ করবেন না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই পরিচালক বৃহস্পতিবার সমিতির সদস্যপদ বাতিলের আবেদনপত্র পাঠিয়েছেন। এতে কাজী হায়াৎ উল্ল্যেখ করেন, হয়তো আর চলচ্চিত্র নির্মাণ করব না। সমিতির পক্ষ থেকে তার আবেদনপত্রটি গ্রহণ করেছেন প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক সাহাবুদ্দিন। আবেদনপত্রে কাজী হায়াৎ উল্লেখ করেছেন, একটি চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সঙ্গে আপনারা যে টালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণভাবে লজ্জিত। এমতাবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করিবেন। কাজী হয়াৎ এ প্রসঙ্গে জনকণ্ঠকে বলেন, ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি চলচ্চিত্রের নিবন্ধনের আবেদন জানিয়েছিলাম। নিবন্ধন করতে মাত্র পাঁচ মিনিট লাগার কথা। আমার আগের ৪৯টি চলচ্চিত্রের নিবন্ধন করতে এর বেশি সময় লাগেনি। কিন্তু তারা নিবন্ধন দেয়নি। খোঁজ নিয়ে দেখলাম, চলচ্চিত্রের নাম নিয়ে তাদের কোন অভিযোগ নেই। অভিযোগ সম্ভবত আমাকে নিয়ে। বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলি। উনি বলেন, মহাসচিবের সঙ্গে কথা বলেন। আর মহাসচিব বলে আমি কিছু জানি না। বিষয়টা নিয়ে বেশ লজ্জা পেয়েছি। লজ্জা ঢাকতেই সদস্যপদ প্রত্যাহারের আবেদন করেছি। তিনি আরও বলেন, হয়তো আর চলচ্চিত্র বানাবো না আমি। সমিতি যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কীভাবে চলচ্চিত্র বানাবো? প্রশ্ন উঠেছে, যৌথ প্রযোজনা নিয়ে চলচ্চিত্র ঐক্যজোটের বিপক্ষে ও জাজ মাল্টিমিডিয়ার পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার সঙ্গে এমনটা ঘটছে কিনা? এ বিষয়ে তিনি বললেন, সেখানে তো আমার কোন ভূমিকা ছিল না। চলচ্চিত্রে দুর্দিনে সমঝোতা নিয়ে কাজ করা উচিত, সেটা জানিয়েছিলাম। আর এটা তো সরকারী নীতিমালায় আছে।
×