ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

প্রকাশিত: ০৬:৩৯, ৪ আগস্ট ২০১৭

অপরাজিত চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাব, ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ২০টি ইউনিভার্সিটি নিয়ে আয়োজিত ওয়ালটন আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (ফারাজ চ্যালেঞ্জ কাপ) এর প্রথম আসরের শিরোপা জিতল গ্রিন ইউনিভার্সিটি। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় গ্রিন ইউনিভার্সিটি। খেলার ১৩ মিনিটে ডানপ্রান্ত থেকে সুমন রেজার ক্রসে রুবেল ইসলামের দারুণ হেডে ১-০ গোলে এগিয়ে যায় গ্রিন ইউনিভার্সিটি। ২৬ মিনিটে রুবেল আরেকটি গোল করলে ২-০ তে লিড নেয় গ্রিন। বিরতির পর পেনাল্টি পায় গ্রিন ইউনিভার্সিটি। তবে গোল করতে ব্যর্থ হন সুমন রেজা। এরপর দু’দলই গোলের জন্য আক্রমণ করে খেলতে থাকে। শেষ পর্যন্ত আর গোল না হলে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে স্বাগতিক গ্রিন ইউনিভার্সিটি। গ্যালারিতে ভুভুজেলা, বাঁশি, নানা ঢাক-ঢোল বাজিয়ে বিভিন্ন প্লাকার্ড হাতে প্রিয় দলকে উৎসাহ যোগানের সঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন ইউনিভার্সিটির অসংখ্য ছাত্র-ছাত্রী। চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে প্রাইজমানি পায় দুই লাখ টাকা। রানার্সআপরা পায় ট্রফি ও এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন গ্রিন ইউনিভার্সিটির আলমগীর রানা, ফাইনালে সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক শুভ, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন গ্রিনের সুমন রেজা এবং সেরা রেফারির পুরস্কার পান আমিরুল ইসলাম লিটন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উভয দলকে পুরস্কৃত করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ফারাজের মা সিমিন হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব এ্যাডঃ সাইফুর জামান শেখর। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, লে: জে: মইনুল ইসলাম (রেজিস্ট্রার গ্রিন ইউনিভার্সিটি), এফএম ইকবাল বিন আনোয়ার (ডিরেক্টর অপারেশন, ওয়ালটন গ্রুপ), সোনালি অতীত ক্লাবের সভাপতি খুরশিদ আলম বাবুল, সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রূপু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শহীদ উল্লাহ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, তারকা ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম ও ইমতিয়াজ সুলতান জনিসহ অন্য তারকা ফুটবলাররা।
×