ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে ডব্লিউইএ

প্রকাশিত: ০৬:০১, ৩ আগস্ট ২০১৭

ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে ডব্লিউইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে উইমেনস এন্টারপ্রেনার্স এ্যাসোসিয়েশন (ডব্লিউইএ)। গত সোমবার রাজধানীতে সংগঠনের প্রেসিডেন্ট নাসরীন রব রুবার সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট নাবিয়া বিনতে আমিনের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা-২০১৭ হয়। এ উপলক্ষে ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তারা হচ্ছেন- মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া রহমান, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, দেশ গার্মেন্টস লিমিটেডের রোকেয়া কাদের তারিন, আর্ট ক্লাব বাংলাদেশের সিইও নাহিদ ওসমান, হারমোনি স্পার চেয়ারম্যান রহিমা সুলতানা রিতা এবং সাবানাস ডিজাইনারের সাবানা আলী। এদের মধ্যে রোকেয়া রহমান সংগঠনের লাইফ টাইম এ্যাচিভমেন্ট পুরস্কার পান এবং অন্যরা ওম্যান অব দ্য ইয়ার-২০১৭ পুরস্কারে ভূষিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তারা উইমেনস এন্টারপ্রেণার্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ সংগঠনের অন্য নেতাদের ?ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, ২০১৫ সালে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সংগঠন গতি পেয়েছে বলে তারা উল্লেখ করেন।
×