ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজী গ্রুপ ক্রিকেটার্স চ্যাম্পিয়ন কার্নিভ্যাল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:০৬, ২ আগস্ট ২০১৭

গাজী গ্রুপ ক্রিকেটার্স চ্যাম্পিয়ন কার্নিভ্যাল অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এবার চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এজন্য চ্যাম্পিয়ন কার্নিভ্যালের আয়োজন করে তারা। সোমবার সেই কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে ১২টিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে হেড টু হেডে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের চ্যাম্পিয়ন হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কার্নিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা পাপ্পা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলো যত এগিয়ে আসবে দেশের ক্রিকেটের জন্য ততই মঙ্গলজনক হবে। গাজী গ্রুপ সবসময়ই দেশের ক্রিকেটের সঙ্গে ছিল এবং এখন অবধি তারা সেটা ধরে রেখেছে। আশাকরি তাদের এই সাফল্য অন্যদের দেশের ক্রিকেট তথা ক্রীড়া জগতকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে।’ বিশেষ অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে গাজী গ্রুপ সব সময়ই বিসিবির পাশে ছিল এবং আগামীতেও থাকবে। গাজী গ্রুপ ক্রিকেটার্স হান্টের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে দেশের প্রফেশনাল লীগগুলোতে খেলার সুযোগ করে দিচ্ছে।’ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৬ আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলের ষষ্ঠ আসর। গত আসরের মতো এবারের এই আসরেরও টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড ‘মার্সেল’। তাই লীগের নামকরণ করা হয়েছে ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ-২০১৬-১৭’। পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে লীগের লোগো উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। লোগো উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ারসহ (ডন)।
×