ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সিঙ্গার ঈদ ক্যাম্পেনে ৩০০ ফ্রিজ ফ্রি!

প্রকাশিত: ০৪:১৬, ১ আগস্ট ২০১৭

‘সিঙ্গার ঈদ ক্যাম্পেনে ৩০০ ফ্রিজ ফ্রি!

ঈদ-উল-আজহাকে সামনে রেখে মাসব্যাপী ঈদ অফার চালু করতে যাচ্ছে সিঙ্গার। ‘ঈদ অফারে সবাই কাত, ৩০০ ফ্রি ফ্রিজে বাজিমাত’ শীর্ষক ক্যাম্পেইনটি আগামী ১ আগস্ট, ২০১৭ থেকে শুরু হয়ে চলবে পুরো মাসজুড়ে। ক্যাম্পেইনে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য থাকছে পুরো আগস্ট মাসজুড়ে ৩০০টি ফ্রি ফ্রিজ জেতার সুযোগ। সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার কিনে ক্রেতা তার নিজস্ব মোবাইল নম্বর থেকে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠিয়ে দিয়ে ক্রয়কৃত ফ্রিজ/ফ্রিজারটির পুরো মূল্য ফেরত পেতে পারেন। এছাড়া সিঙ্গার ফ্রিজ/ফ্রিজারে ক্রয়ে পাওয়া যাবে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য থাকছে ০ শতাংশ ইন্টারেস্টে ৬ মাস পর্যন্ত নগদ মূল্য পরিশোধ এবং ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। -বিজ্ঞপ্তি ঈশ্বরদীতে চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুত সরবরাহ চাহিদার তুলনায় তিনভাগের একভাগ বিদ্যুত সরবরাহ দেয়ায় লোডশেডিংয়ের কবলে পড়ে ঈশ্বরদীর সর্বত্র নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র, ইপিজেড, রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দফতর, প্রায় পৌনে সাত শ’ শিল্প কারখানা, ঈশ্বরদীতে অবস্থানরত রাশিয়ানসহ অন্য বিদেশীদের নিরাপত্তা বিঘিœত হয়ে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে প্রতিদিন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষের সঙ্গে বিদ্যুত বিভাগের স্টাফদের অশ্লীল আচরণ ও বাক্য বিনিময়ের ঘটনাও ঘটছে। বিদ্যুত বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী মহলের দেয়া তথ্যসূত্রে এসব জানা গেছে। সূত্রমতে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলোÑ ঈশ্বরদী। এখানে ভারী, মাঝারি ও ক্ষুদ্র শিল্প কলকারখানার সংখ্যা প্রায় সাত শ’। এছাড়াও এখানকার উৎপাদনমুখী ইপিজেডেও অনেক ভারী শিল্পকারখানা চালু রয়েছে। রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দফতরের অনেক অফিসে গুরুত্বপূর্ণ কাজ করা হয়। -তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী
×