ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরিধি বাড়ছে এসএমই ফাউন্ডেশনের

প্রকাশিত: ০৪:১৫, ১ আগস্ট ২০১৭

পরিধি বাড়ছে এসএমই ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার ॥ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশের জন্য ক্লাস্টারভিক্তিক উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি পন্থা, যার দ্বারা এসএমই উন্নয়নে আশানুরূপ ফল পাওয়া সম্ভব। তবে ক্লাস্টারসমূহে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের আর্থিক সহযোগিতা পেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্লাস্টার উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। সোমবার দুপুরে রাজধানীর পান্থপথের এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে বগুড়া শহরের লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং আদমদীঘি উপজেলায় অবস্থিত সাঁওইল হান্ডলুম ক্লাস্টার পরিদর্শনকারী সাংবাদিকগণ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সাংবাদিকগণ এসএমই ক্লাস্টারসমূহে সল্প সুদে ঋণের ব্যবস্থা এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ প্রদান করেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই সামগ্রিক উন্নয়নের জন্য ক্লাস্টারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে এবং ফাউন্ডেশনের বহুমুখী প্রয়াসের অংশ হিসেবে সারা দেশে মোট ১৭৭টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এখন চিহ্নিত এসব ক্লাস্টার উন্নয়নে ফাউন্ডেশন কাজ করে যাবে। এ জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশন নির্বাচিত ক্লাস্টার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে ১৩টি ক্লাস্টার ও ৩টি ক্লায়েন্টেল গ্রুপের ১২০০ জন (৪৪০ জন নারী উদ্যোক্তাসহ) উদ্যোক্তার মধ্যে প্রায় ৬০ কোটি টাকা ৯ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এ প্রোগ্রামে ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করা হয়। এসএমই ক্লাস্টার উন্নয়নে আরও অর্থ প্রয়োজন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মানতাশা আহমেদ, বাপা চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি বক্তব্য রাখেন। এ সময় ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
×