ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোকিত অভিষেক আলভেজের

প্রকাশিত: ০৫:০০, ৩১ জুলাই ২০১৭

আলোকিত অভিষেক আলভেজের

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে অভিষেকেই আলো ছড়ালেন দানি আলভেজ। শনিবার মোনাকোকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টানা পঞ্চম শিরোপা জেতে পিএসজি। আর এই ম্যাচেই সৌরভ ছড়িয়েছেন সাবেক বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছেনও তিনি। চলতি মাসের শুরুতেই দুই বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নতুন করে ঠিকানা গড়েন এই ব্রাজিলিয়ান। এই চুক্তি অনুযায়ী সপ্তাহে ২৩০,০০০ পাউন্ড অর্থ পাবেন আলভেজ। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা থেকে গত মৌসুমেই জুভেন্টাসে যোগ দেন আলভেজ। তবে এক মৌসুম পরই পিএসজিতে যোগ দেন তিনি। এদিকে গ্রীষ্মকালীন দলবদলে এখন আলোচনায় তারই স্বদেশী এবং সাবেক ক্লাব সতীর্থ নেইমার। কিন্তু বার্সিলোনায় থেকে যাবেন নাকি পিএসজিতে যোগ দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় দিন কাটাচ্ছেন নেইমার। তবে দানি আলভেজ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেইমারকে ‘স্বার্থপর’ হওয়ার পরামর্শ দিয়েছেন। আলভেজ জানান, এ মুহূর্তে নেইমারকে অনেক বড় এক সিদ্ধান্ত নিতে হবে। যা তার ভবিষ্যতে আরও উজ্জ্বল করবে। আমি এটুকু বলতে চাই যে, ওই ক্লাবের সিদ্ধান্তই নিতে হবে যেখানে সে সুখী হয়। এক্ষেত্রে আলভেজ পিএসজিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আলভেজ অনেকটা ক্ষোভ থেকেই জানান, ফল দিতে না পারলে ক্লাব আপনাকে নিয়ে ভাববে না। আমি তার বড় উদাহরণ। আমি নেইমারকে একটা বিষয়ই বলেছি যে, তাকে সাহসী হতে হবে। কারণ সাহসীরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
×