ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বন্দ্বের সমাধান চাইলেন মাইকেল ক্লার্ক

প্রকাশিত: ০৪:৫৭, ৩১ জুলাই ২০১৭

দ্বন্দ্বের সমাধান চাইলেন মাইকেল ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও খেলোয়াড়দের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে দ্রুতই বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরুর আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (এসিএ’র) প্রধান নির্বাহী এ্যালিস্টার নিকোলসন সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় বলেছেন, ‘আদালতে গেলে অনেক সময় লাগবে; খরচও বেশি হবে।’ সেই প্রসঙ্গ টেনে স্থানীয় এক টিভি চ্যানেলকে ক্লার্ক বলেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলছি, সোমবার (আজ) বিকেলের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে বিষয়টি আদালতে যাওয়ার অনুমতি পাবে। কারণ সমস্যার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমার মনে হয় তার আগেই এসিএকে বোর্ডের সঙ্গে বসে একটা সমাধানে পৌঁছানো উচিত। নইলে সিএ’র পক্ষে আর কিছুই করার থাকবে না। সবচেয়ে বড় কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থে দ্রুত সমাধান হওয়া উচিত। যাতে বাংলাদেশ সফর ও এ্যাশেজের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’ ক্লার্ক আরও যোগ করেন, ‘যদি ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ জিততে চাই তাহলে অস্ট্রেলিয়া দলকে একটা খেলাও মিস করা যাবে না। আমাদের যেমন বাংলাদেশে যাওয়া উচিত, তেমনি ওয়ানডে খেলতে ভারতেও যাওয়া উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। আর সেজন্য একসঙ্গে খেলার মধ্যে থাকা দরকার।’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতনভাতা নিয়ে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সেটি দ্রুতই মিটিয়ে ফেলে স্টিভেন স্মিথের দলকে বাংলাদেশ সফরসহ আগামী সব সিরিজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ক্লার্ক। সেই সঙ্গে ক্রিকেটারদের সংগঠন এসিএকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন। অন্যথায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটাকেই সঠিক বলে মত দেন বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক। সমস্যা সমাধানে সিএ এবং এসিএ আজ আরেকটি বৈঠকে বসবে। তাতে সমাধান না হলে বিষয়টা আদালতে গড়াবে। দুইপক্ষের অনড় অবস্থা দেখে পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেও মনে করেন তিনি, ‘আমার তো মনে হচ্ছে বিষয়টি আদালতেই গড়াবে। সেক্ষেত্রে এসিএ‘র দাবিও অর্থহীন হবে। খেলোয়াড়দের না বলা উচিত নয়, তাদের হ্যাঁ বলা উচিত কারণ তারা খেলতে চায়।’
×