ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে লেগুনা চালক খুন

প্রকাশিত: ০৪:৩০, ৩১ জুলাই ২০১৭

কেরানীগঞ্জে লেগুনা  চালক  খুন

নিজস্ব সংবাদাদাতা, কেরানীগঞ্জ, ৩০ জুলাই ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হোসেন (২২) নামে এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে জিনজিরা জনি টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই এইচ এম মেহেদী হাসান জানান, কথা কাটাকাটির জের ধরে বন্ধু টিটুর ছুরিকাঘাতে ইমরান নিহত হয়েছে। ঘাতক টিটুও একজন লেগুনা চালক। ঘটনার পর সে গা ঢাকা দিয়েছে। জানা যায়, শনিবার দিনের বেলা টিটুর গাড়ির সঙ্গে ইমরানের গাড়ির ধাক্কা লাগলে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার রাত ৯টার দিকে টিটু ফোন করে ইমরানকে জনি টাওয়ার এলাকায় ডেকে নেয়। সেখানে টিটুসহ আরও কয়েকজন অবস্থান করছিল। ইমরান সেখানে পৌঁছলে টিটু ও তার সঙ্গীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডিএমসিতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইমরান মারা যায়।
×