ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে লিগ্যাসি ফুটওয়ারের

প্রকাশিত: ০৬:২১, ৩০ জুলাই ২০১৭

অকারণে দর বাড়ছে লিগ্যাসি ফুটওয়ারের

পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুলাই থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ২৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাক ৪০ পয়সা বা ১২ দশমিক ৬৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার প্রাইম ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাহবুবা হক এবং কাজী সালেমুল হক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, কোম্পানির অন্যতম এই উদ্যোক্তা ও পরিচালকদ্বয় যথাক্রমে ৩১ হাজার ৪৫২টি ও ৩১ হাজার ৪৫৩টি শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তিনি। এর আগে তারা যথাক্রমে ২০ হাজার ৯৬৯টি ও ২০ হাজার ৯৬৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৭ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×